এই ৫টি দেব-দেবীর মূর্তি ঘরে রাখলে দিন দিন বাড়ে বিবাদ, কেড়ে নেয় সুখ-শান্তি! বলছে শাস্ত্র

বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মে ভগবানের মূর্তি পুজো করা হয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে। এছাড়াও উপোস করার রীতিও আছে। বলা হয়, এগুলির মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন মানুষ। তবে জানলে অবাক হবেন, এই ধর্মে এমন অনেক দেব-দেবীও রয়েছেন যাঁদের মূর্তি বাড়িতে রাখলে ফল হবে ঠিক বিপরীত। জীবনে সুখ ও শান্তি আসার বদলে নেমে আসবে অন্ধকার। এই দেবতাদের বাড়িতে নয়, বরং মন্দিরেই পুজো করা উচিত। 

শাস্ত্র মতে, এই দেবতাদের মূর্তি বাড়িতে রাখতে নেই। তাঁদের মূর্তি বাড়িতে রাখলে গৃহস্থে সব সময়েই কলহ ও সমস্যা লেগে থাকবে। এর ফলে পরিবারের সকলের সুখ ও শান্তি বিঘ্নিত হবে। এছাড়াও বাস্তুতেও সমস্যা দেখা দিতে পারে। যার জন্য আপনার ও আপনার পরিবারের সদস্যরা জীবনে এগোতে পারবেন না। জেনে নিন কোন দেবতাদের মূর্তি কখনই বাড়িতে রাখবেন না।

bhairav nath

ভৈরবনাথ: শাস্ত্র মতে ভৈরবনাথকে কাল ভৈরবও বলা হয়। ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ বলা হয় কাল ভৈরবকে। বলা হয়, তাঁকে একমাত্র বাড়ির বাইরেই পুজো করা উচিত। বাড়ির ভিতর তাঁর মূর্তি প্রতিষ্ঠা করা হলে বাস্তুর সমস্যা দেখা দিতে পারে। যার প্রভাব পড়তে পারে পুরো পরিবারের উপর।

 

mahakali 2

মহাকালী: হিন্দু ধর্মে মহাকালী হলেন মা পার্বতীর এক রূপ। মা পার্বতীর এক ভয়ঙ্কর রূপ হলেন মহাকালী। বাড়িতে এই দেবীর মূর্তি স্থাপন করলে অশুভ শক্তির আনাগোনা শুরু হতে পারে বাড়িতে। তাই এই দেবীর মূর্তিও বাড়িতে প্রতিষ্ঠা করতে বারণ করা হয়।

shani dev

শনি দেব: শনি দেবতাকে ন্যায়ের দেবতা বলা হয়। তবে শনি দেব খুবই ভয়ঙ্কর। বলা হয়, শনি দেবের দৃষ্টি সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। তাই শাস্ত্র বলে, শনি দেবের পুজো বাড়িতে করা উচিত নয়। এমনকী, তাঁর মূর্তিও বাড়িতে প্রতিষ্ঠা করা উচিত না। 

rahu ketu

রাহু-কেতু: রাহু-কেতুকে শাস্ত্র মতে ছায়া গ্রহ বলা হয়। তাঁদের পুজো গ্রহ রূপে করা হয়। পুরাণ অনুযায়ী, রাহু একজন রাক্ষস ছিলেন। অমৃত পানের পর তিনি অমরত্ব লাভ করেছিলেন। ভগবান বিষ্ণু তাঁর শিরচ্ছেদ করার পর তাঁর দেহ দু’ভাগে ভাগ হয়ে যায়। এই রাক্ষসের মাথাকে বলা হয় রাহু ও বাকি অংশকে বলা হয় কেতু। এই দেবতার মূর্তিও বাড়ির ভিতরে রাখা উচিত নয়। 

Subhraroop

সম্পর্কিত খবর