কামব্যাক করেই ভাতে মারলেন যশকে, ‘কেজিএফ’ নির্মাতাদের আগামী ছবির হিরো শাহরুখ?

বাংলাহান্ট ডেস্ক: চার বছর ধরে হা পিত্যেশ করে অপেক্ষা করার পর বাদশাহি এনট্রি নিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপটে ক্রমশ ব্যাকফুটে যাচ্ছিল বলিউড। কিং খান ফিরতেই যেন চেনা মেজাজে ফিরেছে চির পরিচিত হিন্দি ইন্ডাস্ট্রিও। ‘পাঠান’ (Pathan) ঝড়ে উড়ে গিয়েছে গত বছরের সবথেকে বড় ব্লকবাস্টার কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, কেজিএফ নির্মাতাদের আগামী ছবির জন্য নাকি প্রস্তাব এসেছে শাহরুখের কাছে।

প্রথম দিনেই ধামাকাদার ব্যবসা করে সবথেকে বড় ওপেনিং এর হিন্দি ছবির তকমা ছিনিয়ে নিয়েছে পাঠান। সেই সঙ্গে কেজিএফ ২ এর হিন্দি সংষ্করণের ব্যবসার রেকর্ডও ভেঙে দিয়েছে এই ছবি। দক্ষিণী ইন্ডাস্ট্রির উপরে হারিয়ে যাওয়া আধিপত্য ধীরে ধীরে ফিরে পাচ্ছে বলিউড। এর মধ্যেই উড়ো খবর, কেজিএফ এর প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস তাদের আগামী ছবির জন্য নাকি প্রস্তাব পাঠিয়েছে এসআরকের কাছে।

shahrukh khan tweet

এমনিতে বিগত এক দু বছরে একাধিক বলিউড তারকাকে দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খান, অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, আলিয়া ভাটের মতো প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরাও। কিন্তু কেজিএফ এর মতো ব্লকবাস্টার ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। পাঠানের সাফল্যের পরেই নাকি এই প্রস্তাব এসেছে শাহরুখের কাছে। কিন্তু খবরটা কতটা সত্যি?

প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতার কাছে প্রশ্নটা রাখা হলে কার্যত ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গুঞ্জন শোনা গেলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই বলেই তিনি জানান। শাহরুখ বা তাঁর টিমের সঙ্গে এখনো কোনো কথা তাঁরা বলেননি। এখনো পর্যন্ত হিন্দি ছবি বানানোর পরিকল্পনা হয়নি বলেই জানিয়ে দিয়েছেন সংস্থার মালিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর