মঞ্চে উঠে ডুয়েট গাইলেন কুণাল-সায়নী, গান শুনে বেজায় খুশি দর্শকরা

বাংলা হান্ট ডেস্কঃ সামনে দাঁড়িয়ে হাজার হাজার দর্শক। হাতে মাইক তুলে নিলেন দুই ঘোষ, কুণাল (Kunal Ghosh) ও সায়নী (Sayoni Ghosh)। গানে গানে মাতালেন মঞ্চ। বেজায় উচ্ছ্বসিত দর্শকরাও। কাঁথির (Contai) মাজনা-তাজপুরের নজরুল মেলায় মঞ্চে উদ্বোধনী বক্তব‌্য রাখতে ওঠেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ও যুবনেত্রী সায়নী ঘোষ। সেখানেই তাদেরকে গানের অনুরোধ জানান সভায় উপস্থিত জনতা।

মানুষের আবদার কী আর ফেলা যায়! সায়নী নিজের বক্তৃতার শেষে দু’টি গান গেয়ে নেমে যান। অন্যদিকে, বক্তব্যের শেষে অনুরোধ রাখতে গান ধরেন কুণাল। মুখপাত্রের দ্বিতীয় গান শুরু হতেই মাইক হাতে মঞ্চে উঠে সুর মেলান সায়নীও। নেতা-নেত্রীর ডুয়েট গানে উচ্ছ্বসে ফেটে পরে দর্শকবৃন্দ।

অন্যদিকে, মঞ্চে বসেই দুই সাংগঠনিক নেতা–নেত্রীর ডুয়েট গানে হাততালি দিয়ে তাদের বাহবা দিতে দেখা যায় কারা মন্ত্রী অখিল গিরি, জ্যোতির্ময় কর, সুপ্রকাশ গিরি, তরুণ জানা, সুকুমার দে–সহ নেতাদের। জানিয়ে রাখি, আগামী ৩ ফেব্রুয়ারি নজরুল মেলায় আসার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীরও।

প্রসঙ্গত, সমগ্র দেশজুড়ে কাঁথির মাজনা–তাজপুর কাজু শিল্পের জন‌্য বিখ‌্যাত। চিংড়ি চাষের জন‌্যও খ্যাতি রয়েছে। কিন্তু কিছুদিন ধরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এখানকার কাজু ব‌্যবসায়ীদের হয়রান করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে কাঁথি পৌঁছেই কাজু শিল্পের ব‌্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ।

kunal sayoni

বৈঠক শেষে তৃণমূল মুখপাত্র জানান, কাজু শিল্পে অকারণে তৃণমূল কংগ্রেস নাক গলাবে না। কিন্তু যদি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অকারণে ব‌্যবসায়ীদের হয়রান করা হয় তাহলে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। এরপর কাজু ব‌্যবসায়ী অ‌্যাসোসিয়েশনের সভাপতি শেখ আনোয়ারউদ্দিন আয়োজিত মাজনা নজরুল মেলার উদ্বোধন করতে গিয়ে জনতার অনুরোধে চমকপ্রদ গান ধরেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। পাশাপাশি এদিন ব‌্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন সমস্ত নেতা–মন্ত্রী- বিধায়করা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর