তেইশের বাজেটে প্রাপ্তি হল বাংলার, মেট্রো প্রকল্পে বৃদ্ধি পেল বরাদ্দ

বাংলাহান্ট ডেস্ক : জোকা-বিবাদী বাগ মেট্রো রুটে প্রথম পর্যায়ে মেট্রো চালু হয়েছে তারাতলা পর্যন্ত। এবার এই রুটের মেট্রো (Metro Railway) বরাদ্দ বাড়ল চলতি বছরের বাজেটে (Union Budget)। এর পাশাপাশি নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে বাজেটে। তবে বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়।

কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকা মুড়ে ফেলা হচ্ছে মেট্রো দিয়ে। আর কিছু বছরের মধ্যে সম্পূর্ণভাবে বদলে যাবে কলকাতা ও শহরতলির পথ চিত্র। মেট্রোর কাজ চলছে ইস্ট-ওয়েস্ট, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ও এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত। এবার কেন্দ্র সরকার (Central Government) চাইছে সেই কাজে গতি আনতে।

এই বছরের বাজেটে বরাদ্দ বেশ কিছুটা বাড়ানো হয়েছে কলকাতার মেট্রো প্রকল্পগুলির জন্য। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে আগে বরাদ্দ ছিল ১৮৩৮ কোটি টাকা। চলতি বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি করে করা হয়েছে ২৪৫০ কোটি টাকা। এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পে আগে বরাদ্দ ছিল ৯৩৪ কোটি টাকা।

metro tv

চলতি বাজেটে সেই বরাদ্দ বৃদ্ধি পেয়ে হয়েছে ১২০০ কোটি টাকা। জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে বরাদ্দ ছিল ৭৯৪ কোটি টাকা। বাজেট বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩৫০ কোটি টাকা। অন্যদিকে, এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শেষ হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। তবে এবারের বাজেটে এই রুটে বরাদ্দ হেরফের হয়নি। এই রুটে বরাদ্দ থাকল সেই ১০০০ কোটি টাকাই।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর