আমেরিকায় ফের ভারতীয় বংশোদ্ভূতের জয়জয়কার, এবার এই মহিলা পেলেন গুরুত্বপূর্ণ পদ

বাংলা হান্ট ডেস্ক: বিদেশের মাটিতে ভারতীয়দের জয়জয়কার আমরা বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছি। সেই রেশ বজায় রেখেই এবার ফের একবার ভারতের নাম উজ্জ্বল করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রমীলা জয়পাল (Pramila Jayapal)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রমীলা জয়পালকে অভিবাসন সংক্রান্ত শক্তিশালী হাউস জুডিশিয়ারি কমিটির প্যানেলের র‌্যাঙ্কিং সদস্যা হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য যে, ৫৭ বছর বয়সী প্রমীলা জয়পাল, ওয়াশিংটনের সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। তিনি ইমিগ্রেশন ইন্টিগ্রিটি, সিকিউরিটি অ্যান্ড এনফোর্সমেন্টের উপসমিতির মহিলা সদস্যা জো লফগ্রেনের জায়গায় এসেছেন। এদিকে, র‌্যাঙ্কিং সদস্যের নাম ঘোষণার পর প্রমীলা বলেন, “মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় মহিলা হিসেবে আমি সম্মানিত।”

১৭ বছর পর পেয়েছেন আমেরিকান নাগরিকত্ব: পাশাপাশি প্রমীলা আরও জানান, ১৬ বছর বয়সে তিনি আমেরিকায় আসেন। তবে আমেরিকান নাগরিক হওয়ার জন্য তাঁকে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। তিনি বলেন, “এটা আমার জন্য একটি বড় ব্যাপার যে আমি সেই অবস্থানে পৌঁছে গিয়েছি যেখান থেকে একটি ভগ্ন অভিবাসন ব্যবস্থার পুনর্গঠনের ক্ষেত্রে ভূমিকা নিতে পারবো।”

দীর্ঘদিন ধরে চলছে লড়াই: মার্কিন কংগ্রেসে আসার আগে প্রমীলা দীর্ঘদিন ধরে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং দারিদ্র দূরীকরণ ও সাম্যের জন্য লড়াই আসছেন। শুধু তাই নয়, ওয়াশিংটনের সবচেয়ে বড় অভিবাসী সংস্থা ওয়ান আমেরিকা (পূর্বে হেট ফ্রি জোন) শুরু করেছিলেন তিনি। ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার পর তিনি এটি গঠন করেন। এমতাবস্থায়, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে চ্যাম্পিয়ন অব চেঞ্জ পুরস্কারেও ভূষিত করেন।

0012 jayapal 645x645

অন্যান্য ভারতীয়রাও উজ্জ্বল করেছেন দেশের মুখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রমীলা জয়পাল ছাড়াও ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র‌্যাটিক কংগ্রেস ম্যান রাজা কৃষ্ণমূর্তিকে চিনের নবগঠিত হাউস কমিটির “র‌্যাঙ্কিং সদস্য” করা হয়েছে। যেটি চিনের বিভিন্ন পদক্ষেপকে খতিয়ে দেখবে। এছাড়াও ভারতীয়-আমেরিকান কংগ্রেস ম্যান ডক্টর অমি বেরাকে গোয়েন্দা বিষয়ক শক্তিশালী মার্কিন হাউস কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয়-আমেরিকান কংগ্রেস ম্যান রো খান্নাকেও এই নতুন কমিটির সদস্য করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর