খুব শীঘ্রই…, চাকরির জন্য আর বাইরে যাবেন না! বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : এদি পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করেন মমতা। বাজেট নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন তিনি। এরই সঙ্গে তিনি দাবি করেন, বাংলার ছেলে মেয়েদের আর বাইরে যেতে হবে না। রাজ্যেই চাকরির ব্যবস্থা করবেন তিনি।

এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার একটা বাজেট পেশ করেছে। সেখানে বেকারদের জন্য একটা শব্দও খরচ করা হয়নি। ভোট চলে গেলে ৪ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কালকে তো সরকার পরে যাচ্ছিল। শেয়ার বাজারে ধস নামে। কাউকে কাউকে অনুরোধ করেছে টাকার জন্য। আমি জানি তাঁরা কারা! নামগুলো বলে আমি তাঁদের আর ঝামেলায় ফেলতে চাই না। ৬ জন, ৮ জনকে ফোন করে বলেছে কাউকে ২০ হাজার কোটি টাকা দাও। মানে যাদের শেয়ার পরে যাচ্ছিল তাদের দাও। কাউকে ৩০ হাজার কোটি টাকা, কাউকে ১০ হাজার কোটি টাকা দিতে বলেছিল। এই দিয়ে কি সরকার চলে নাকি?’

   

untitled design 7

মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে? যারা কাজ করেছেন, তাদের টাকাও দেয়নি ঠিকমতো। এই বাজেটে ৭ হাজার কোটি টাকা কেটে নিয়েছে। যাতে আগামী দিনে কেউ আর কাজ করতে না পারে। ক্ষমতা দেখাচ্ছে। ভোটের আগে বড় বড় কথা। ছাড়পোকা কামড়ালেও কেন্দ্রীয় দল। কে কী জামাকাপড় পড়েছে, তার জন্যও কেন্দ্রীয় দল। আমাদের রাজ্যের টাকা সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রাপ্য টাকাও দিচ্ছে না।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানকার কিছু বাবু আছেন, যখন নিজেরা ক্ষমতায় ছিলেন কী কী করেছিলেন তা জানলে নিজেরই লজ্জা লাগবে। সব জানতে পেরেছি পরে।’

এদিন তিনি আরও বলেন, ‘চাকরির জন্য কেউ বাইরে যাবেন না, খুব শিগগির দেউচা-পাচামি হবে। এর প্রথম ধাপ হয়ে গিয়েছে। ওখানে কয়েকলাখ ছেলে মেয়ের চাকরি হবে। ৭২ হাজার কোটি টাকা আমরা ইতিমধ্যে বিনিয়োগ করেছি।’ এদিন বস্তুত কর্মসংস্থান এবং বাজেট বিষয়েই কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর