সরকারের জন্য এল বড় সুখবর! ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে বেকারত্বের হার

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। জানা গিয়েছে, বেকারত্বের হারের (Unemployment Rate) নিরিখে সরকার বড়সড় স্বস্তি পেয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাসে অর্থাৎ ২০২৩-এর জানুয়ারিতে দেশে বেকারত্বের হারে বড় ধরণের পতন ঘটেছে। শুধু তাই নয়, পরিসংখ্যান অনুযায়ী, এই হার বিগত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। জানুয়ারি মাসে এটি ছিল ৭.১৪ শতাংশে। ইতিমধ্যেই বেসরকারি সংস্থা CMIE (Centre for Monitoring Indian Economy) এই তথ্য সামনে এনেছে।

ডিসেম্বরে বেকারত্বের হার কত ছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালের ডিসেম্বরে বেকারত্বের হার ছিল ৮.৩০ শতাংশ। যা ২০২৩-এর জানুয়ারিতে নেমে এসেছে ৭.১৪ শতাংশে। তথ্য অনুযায়ী, শহুরে বেকারত্বের হার জানুয়ারিতে ৮.৫৫ শতাংশে রয়েছে। পাশাপাশি, গ্রামীণ বেকারত্বের হার ছিল ৬.৪৩ শতাংশ।

কোন রাজ্যে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা গেছে: এমতাবস্থায়, যদি আমরা রাজ্যগুলির কথা বলি সেক্ষেত্রে জানাতে হয় যে, জম্মু ও কাশ্মীরে সর্বাধিক বেকারত্বের হার দেখা গিয়েছে। সেখানে এই হার পৌঁছে গিয়েছে ২১.৮ শতাংশে। তারপরে রয়েছে হরিয়াণা (২১.৭ শতাংশ) ও রাজস্থান (২১.১ শতাংশ)। এছাড়াও, দিল্লিতে বেকারত্বের হার হল ১৬.৭ শতাংশ। পাশাপাশি, গোয়ায় ১৬.২ শতাংশ, আসামে ১৬.১ শতাংশ এবং ত্রিপুরায় এই হার রয়েছে ১৬ শতাংশে।

ছত্তিশগড়ে বেকারত্বের হার সবচেয়ে কম: উল্লেখ্য যে, ছত্তিশগড়ে সর্বনিম্ন বেকারত্বের হার পরিলক্ষিত হয়েছে। যেটি হল মাত্র ০.৫ শতাংশ। পাশাপাশি, ওড়িশায় ১.৫ শতাংশ, তামিলনাড়ুতে ১.৮ শতাংশ এবং মধ্যপ্রদেশে ১.৯ শতাংশ বেকারত্বের হার দেখা গিয়েছে।

কি জানিয়েছেন বিশেষজ্ঞরা: এই প্রসঙ্গে নিয়োগকারী সংস্থা টিমলিজ সার্ভিসেসের সহ-প্রতিষ্ঠাতা এবং ভাইস প্রেসিডেন্ট ঋতুপর্ণা চক্রবর্তী এই পরিসংখ্যানগুলির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে, বিগত কয়েকটি ত্রৈমাসিকে কর্মসংস্থান পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা ঠিক। তবে, এখনও অনেক দূর যেতে হবে। প্রতিবছর প্রায় দুই কোটি কর্মক্ষমতা এই পরিসংখ্যানে যুক্ত হওয়ায় ব্যবধান দিন দিন বাড়ছে।

West Bengal Bandhan Bank DSA Recruitment 2023

গত কয়েক মাস ধরে এই হার কমছে: এদিকে, সিআইইএল এইচআর সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান কর্মকর্তা আদিত্য নারায়ণ মিশ্র জানিয়েছেন যে, বিভিন্ন অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক কারণের ফলে বিগত কয়েক মাসে বেকারত্বের হার কমেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর