এবার আদানি-হিন্ডেনবার্গের প্রভাব পড়ল LIC-তেও! ৬৫,৪০০ কোটি টাকারও বেশি মূলধন কমল সংস্থার

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্ট সামনে আসার পরেই জোর ধাক্কা খেয়েছে আদানি গ্রূপ (Adani Group)। শুধু তাই নয়, এই ঘটনা সমগ্ৰ বিশ্বকেই অবাক করে দিয়েছে। ইতিমধ্যেই মাত্র ৯ দিনের ব্যবধানে ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদের পরিমান কমেছে হু হু করে। এমনকি, একটা সময়ে বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় একদম প্রথমসারিতে থাকা আদানি আপাতত ৬১.৩ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে ওই তালিকায় নেমে এসেছেন ২১ নম্বর স্থানে।

তবে, এবার আদানি-হিন্ডেনবার্গ ইস্যু প্রভাবিত করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC-কেও। জানা গিয়েছে, LIC-র শেয়ারে গত বুধবার টানা পঞ্চম সেশনেও পতন পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, LIC-র বাজার মূলধনও কমে গিয়েছে ৬৫,৪০০ কোটি টাকা। শুধু তাই নয়, গত পাঁচ দিনে স্টকটি ১৪.৭৩ শতাংশ কমেছে বলেও জানা গিয়েছে। মূলত, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরেই আদানির শেয়ারে ক্রমাগত পতন পরিলক্ষিত হয়েছিল।

এদিকে, আদানি গ্রুপের শেয়ারের দরে পতনের পরই LIC-র শেয়ারের দাম পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে LIC জানিয়েছে যে, এই বিষয়ে আদানি গ্রুপের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, LIC ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজে ৪.২৩ শতাংশ অংশীদারিত্বের অধিকারী হয়ে রয়েছে। যেখানে আদানি পোর্টে সেটির অংশীদারিত্ব ছিল ৯.১৪ শতাংশ। পাশাপাশি, আদানি টোটাল গ্যাসের ৫.৯৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

শুধু তাই নয়, LIC আদানির সাম্প্রতিক শেয়ার বিক্রিতেও একটি মূল বিনিয়োগকারী ছিল। এমতাবস্থায়, LIC-র স্টকের দাম এখন ৫৮৮ টাকায় লেনদেন করছে। তবে, এরপর স্টকের দরে আরও পতন পরিলক্ষিত হলে এই স্টকের দাম ৫২০ টাকা হতে পারে বলে মনে করেছেন টিপস২ট্রেডস-এর এআর রামচন্দ্রন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকান শর্টসেলিং কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ তার সাম্প্রতিক রিপোর্টে দাবি করে যে, আদানি গ্রুপ গত কয়েক দশক ধরে রীতিমতো স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। এছাড়াও, বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় ওই গ্রূপের দিকে। এমতাবস্থায়, আদানি গ্রুপ অবশ্য এহেন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করলেও ওই রিপোর্টের পরেই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে আদানি সাম্রাজ্যের ভিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর