শাহরুখকে ‘বাদশা’ বানিয়েছিলেন তিনিই, ২০ বছর পর প্রথমবার ক্যামেরার সামনে আসছেন এই ব্যক্তি!

বাংলাহান্ট ডেস্ক: পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় শাহরুখ খান (Shahrukh Khan)। বিগত চার বছর পর বড়পর্দায় কামব্যাক করেই ঝড় তুলেছেন তিনি। বক্স অফিসে উত্তরোত্তর বাড়ছে ব্যবসার অঙ্ক। বলিউডের সঙ্গে সঙ্গে যশ রাজ ফিল্মসেরও সুদিন ফিরিয়েছে পাঠান। এবার দর্শকদের জন্য আরো এক উপহার দিতে চলেছে যশ রাজ ফিল্মস।

৫০ বছর পূর্ণ করেছে বলিউডের এই খ্যাতনামা প্রযোজনা সংস্থা। যশ চোপড়ার প্রতিষ্ঠিত এই সংস্থা এখন সামলায় ছেলে আদিত্য চোপড়া। তবে বাবার মতো পরিচালক প্রযোজক দুটোই নন তিনি। মূলত প্রযোজনার কাজটাই দেখেন আদিত্য। যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে একগুচ্ছ ছবির ঘোষনা করা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল পাঠান।

shahrukh

ছবির ব্যাপক সাফল্যের পর আরো একটি ছবির ঘোষনা করা হয়েছে যশ রাজ ফিল্মসের তরফে। অবশ্য এটাকে সিনেমা না বলে ডকুমেন্ট সিরিজই বলা ভাল। ‘দ্য রোম্যান্টিকস’ নামে এই সিরিজটি মূলত বলিউড এবং যশ রাজের তৈরি রোম্যান্টিক ঘরানার ছবির সফরকে তুলে ধরবে। তিন প্রজন্মের অভিনেতা অমিতাভ বচ্চন, ঋষি কাপুর থেকে শাহরুখ, সলমন, আমির খান হয়ে আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, রণবীর সিংদের মতামত তুলে ধরা হবে এই ডকু সিরিজে।

পাশাপাশি এই সিরিজের আরও একটি বড় চমক থাকতে চলেছে। সেটা হল যশ রাজ ফিল্মসের বর্তমান মালিক আদিত্য চোপড়ার সাক্ষাৎকার। বলিউডে সকলেই জানেন, আদিত্য চোপড়া সংবাদ মাধ্যমকে এড়িয়েই চলেন। তিনি কখনোই সাক্ষাৎকার দেন না। তাঁকে ক্যামেরার সামনে আনা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবে তিন খানের কেরিয়ার তৈরিতে যশ চোপড়া এবং পরবর্তীকালে আদিত্য চোপড়ার বড় ভূমিকা আছে।

ট্রেলারে রণবীরকে বলতেও শোনা যায়, প্রায় ২০ বছর আগে হয়তো কোনো সাক্ষাৎকার দিয়েছিলেন আদিত্য। তাই দ্য রোম্যান্টিকস এর নির্মাতারা যখন জানান, তাঁরা আদিত্য চোপড়ার সাক্ষাৎকার নিয়েছেন সবাই দৃশ্যতই চমকে যান। ট্রেলারে আদিত্যকে না দেখালেও তাঁর গলার আওয়াজ শোনানো হয়েছে। হিন্দি তথা ভারতীয় ছবি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে, যা দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পাচ্ছে দ্য রোম্যান্টিকস ডকু সিরিজ। ট্রেলারটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট মাধ্যমে। আগামী ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে দ্য রোম্যান্টিকস।

Niranjana Nag

সম্পর্কিত খবর