‘হিন্দু মেয়েরা নিরাপদ থাকলে মুসলিম মেয়েরাও নিরাপদ”, ভাগবতের কথায় সায় যোগীর

বাংলাহান্ট ডেস্ক : ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে বহুবার তোলপাড় হয়েছে সারা দেশে। সাম্প্রদায়িকতা, হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে ঠিক সেই সময়েই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন। একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন যে, ইউপিতে সমস্ত ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যোগীর কথায়, “হিন্দু মেয়েরা নিরাপদ থাকলে মুসলিম মেয়েরাও নিরাপদ। আমাদের সমস্ত স্কিমে মুসলমান সহ সকলেই উপকৃত হয়। এর মধ্যে কোনো দ্বিচারিতা নেই। কোনও অসন্তোষ নেই।”

পাশাপাশি মুসলিমদের নিয়ে সংঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্যের সঙ্গে তিনি যে একমত সেকথাও উল্লেখ করেন। আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের সঙ্গে একমত হয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মাননীয় স্বয়ংসেবক পরিচালক যা বলেছেন সঠিক দৃষ্টিকোণে ভাল বলেছেন। আমাদের ভারতীয় পন্থা অবলম্বন করতে হবে। প্রত্যেক ভারতীয়কে জাতি এবং ধর্ম নির্বিশেষে নিজেকে একজন ভারতীয় নাগরিক হিসাবে বিবেচনা করতে হবে এবং ভারতের দৃষ্টিও সেই কথাই বলে।

একই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সংযোজন, “ছোট মনের মানুষ বিভেদ করে। বড় মনের মানুষের কাছে পুরো পৃথিবীটাই একটা পরিবার। আমরা যদি সবাইকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি তাহলে কোথাও কোনো বিরোধ থাকবে না।” প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন, ভারতের মুসলমানদের ভয় পাওয়ার দরকার নেই। ভারতে ইসলামের কোনো বিপদ নেই। তবে তাদের মনোভাব একটু বদলাতে হবে।

mohan

পাশাপাশি মোহন ভাগবতের সংযোজন, “আমরা বড়, আমরা একসময় রাজা ছিলাম, আমরা আবার রাজা হতে চাই। এই চিন্তা বাদ দিতে হবে।” অন্যদিকে, মুসলিম সমাজের সাথে সংযোগ নিয়ে উত্থাপিত প্রশ্ন সম্পর্কে যোগী বলেছেন যে কাউকে সংযুক্ত করার জন্য কোনও ব্যক্তির জাত এবং ধর্মের প্রয়োজন নেই। বরং সরকারের পরিকল্পনার মাধ্যমে তাদের সঙ্গে সরাসরি সংলাপের কর্মসূচি করা যেতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর