রেশন ডিলারদের ধর্মঘট, এতদিন মিলবে না পরিষেবা! ভোগান্তি গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে ৭২ ঘণ্টার জন্য রেশন ধর্মঘট (Ration Strike) মঙ্গলবার থেকে। এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন। মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট চলছে মোট ১১ দফা দাবি নিয়ে। এগুলির মধ্যে মূল তিনটি দাবি হল: ১. জানুয়ারি মাস থেকে বন্ধ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পাঁচ কিলো চাল-গম। ২. দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে ডাল, তেল, চিনি রেশনের মাধ্যমে সরবরাহের দাবি। ৩. ন্যূনতম মাসিক ৫০ হাজার টাকা আয়ের গ্যারান্টি দিতে হবে রেশন ডিলারদের।

পশ্চিমবঙ্গে (WestBengal) মোট রেশন ডিলারের সংখ্যা ২০,২৮১ জন। এনাদের মধ্যে ফেডারেশনের আওতায় রয়েছেন ১৭,১২১ জন ডিলার। ফেডারেশনের আওতায় থাকা ১৭১২১ ডিলার মঙ্গলবার সকালে দোকান খোলেননি। অর্থাৎ রাজ্যের ৮ কোটি উপভোক্তা আগামী ৭২ ঘন্টা রেশন পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলার সামিল হয়েছেন এই ধর্মঘটে। রেশন ডিলাররা তাদের যাবতীয় দাবি-দাওয়া খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে জানিয়েছেন। রেশন ডিলারদের ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মিললে তারা আগামী ২২ শে মার্চ ফেডারেশনের তরফে পার্লামেন্ট অভিযান করবেন।

ration 2

মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে রেশন ধর্মঘটের ছবি। বর্তমান সময়ে ধর্মঘট খুব একটা প্রভাব ফেলতে পারে না পশ্চিমবঙ্গে। কিন্তু এই রেশন ধর্মঘট পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সব রেশন দোকানকে অচল করে দিয়েছে। রেশনের মত আপতকালীন পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর