তুরস্কের ভূমিকম্পে নিহত তরুণ গোলরক্ষক! শোকের ছায়া ফুটবলবিশ্বে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারাত্মক ভূমিকম্পে (Turkey Earthquake) বিপর্যস্ত তুরস্ক। ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে আঘাত হেনেছিল এবং প্রতিবেশী দেশ সিরিয়াতেও এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ে। এই ভূমিকম্পে পাঁচ হাজার জনের কাছাকাছি প্রাণ হারিয়েছেন যার মধ্যে সামিল রয়েছেন তুরস্কের তরুণ গোলরক্ষক আহমেত ইয়ুপ (Ahmet Eyup Turkaslan)।

তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। টুইট করে তারা জানিয়েছে “আমাদের গোলরক্ষক, আহমেত ইয়ুপ তুর্কাসলান ভূমিকম্পে ধসে পড়ে প্রাণ হারিয়েছেন। শান্তিতে বিশ্রাম করুন। অসাধারণ ব্যক্তিত্ব, আমরা আপনাকে কোনওদিন ভুলবো না।”

দুই বছর আগে ২০২১ সালে ক্লাবে যোগদানের পর, ২৮ বছর বয়সী তুর্কাসলান, তুর্কি সেকেন্ড ডিভিশনের ক্লাবটির হয়ে মোট ছয়বার মাঠে নেমেছেন। ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে আরও অনেকের মতো এই তরুণ গোলরক্ষক নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরে ধ্বংসস্তূপের নীচে তার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়।

ভূমিকম্পে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিশ্বকাপ খেলা ফুটবলার ক্রিশ্চিয়ান আৎসু। ঘানা জাতীয় দলের হয়ে ৪৫ ম্যাচ খেলা আৎসু বর্তমানে তুরস্কের ক্লাব হাতায়স্পোরের হয়ে খেলেন। গত ৫ই ফেব্রুয়ারিতেই তুরস্কের সুপার লিগে কাসিমপাসার বিরুদ্ধে পরিবর্তন ফুটবলের হিসেবে মাঠে নেমে গোল করে দলকে জিতিয়েছিলেন। কিন্তু এই ভয়াবহ ভূমিকম্পে দলের আরো কিছু ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের সাথে তিনিও নিখোঁজ হয়ে গিয়েছিলেন।

অবশেষে হাতায়স্পোরের ভাইস প্রেসিডেন্ট তুরস্কের রেডিওর মাধ্যমে গোটা বিশ্বকে জানাতে পেরেছেন যে খুঁজে পাওয়া গিয়েছে এই ঘানার ফুটবলারকে। তাকে একটি বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের আড়াল থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার পায়ে চোট লেগেছে। দুর্ভাগ্যজনকভাবে তুরস্কের ‘হাতায়’-তে ভূমিকম্পের তীব্রতা ছিল খুবই বেশি এবং সেখানেই তখন আৎসু অবস্থান করছিলেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর