বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই। ভারতের জন্য এই চার ম্যাচের টেস্ট সিরিজ জেতা অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলতে গেলে ভারতকে এই সিরিজটি বড় ব্যবধানে জিততে হবে। সেই লক্ষ্য মাথায় রেখেই ভারতীয় দলকে (Team India) সাজাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাদেরকে গতকাল, অর্থাৎ মঙ্গলবার নাগপুরের পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে।
কাল ভারতীয় দল যে তিন স্পিনার রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে নিয়ে মাঠে নামবে তা এক প্রকার নিশ্চিত। মজার ব্যাপার হল তিনজনেই ব্যাটিংয়ে পারদর্শী ফলে ভারতের ব্যাটিং গভীরতা অনেকটাই বেড়ে যাবে। দুই পেসার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি। সবচেয়ে বড় প্রশ্ন হল শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমার বা শুভমান গিলের মধ্যে কে ভারতের হয়ে ৫ নম্বরে ব্যাট করবেন। তার পাশাপাশি ভারতীয় দলকে পন্থের জায়গায় শ্রীকর ভরত ও ঈশান কিষানের মধ্যেও একজনকে বেছে নিতে হবে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
অপরদিকে অস্ট্রেলিয়া হয়তো ন্যাথান লিয়নের সাথে অতিরিক্ত স্পিনার হিসাবে টড মার্ফিকে খেলাতে পারে। সঙ্গে স্কোয়াডে থাকবেন ট্র্যাভিস হেড যিনি প্রয়োজনে অফস্পিন বোলিং করে দিতে পারবেন। স্টার্ক-হ্যাজেলউড না থাকায় কামিন্সের সাথে হয়তো জুটি বাঁধবেন স্কট বোল্যান্ড। তবে ভারতের পিচে তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন নিজের বোলিংয়ের মাধ্যমে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সম্ভাব্য অস্ট্রেলিয়ান একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), টড মার্ফি, ন্যাথান লিয়ন, স্কট বোল্যান্ড