টলিউডের জনপ্রিয় নায়ক, শ্রাবন্তীর দিদিকে বিয়ে করেই হঠাৎ নিরুদ্দেশ অভিনেতা সুজয় ঘোষ!

বাংলাহান্ট ডেস্ক: চোখে স্বপ্ন নিয়ে অভিনয় জগতে আসেন কতশত মানুষ। নায়ক নায়িকা হওয়ার আশা নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তারা। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকেন খুব কমই। অনেকেই প্রথমটা নাম করেও এক সময় হারিয়ে যান ভিড়ের মধ্যে। এমনি একটি নাম হল সুজয় ঘোষ (Sujoy Ghosh)। প্রথম সারির নায়িকাদের বিপরীতে অভিনয় করেও বহুদিন হল আর ক্যামেরার সামনে দেখা যায় না তাঁকে।

সালটা ২০১০। সে বছরেই মুক্তি পেয়েছিল ‘বন্ধু এসো তুমি’। সেই ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সুজয়কে। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুটা হয়েছিল দারুণ ভাবে। কিন্তু ভাল সময় ধরে রাখতে পারেননি সুজয়। ধীরে ধীরে জনপ্রিয়তা ফিকে হতে থাকে তাঁর।

sujoy ghosh

নায়ক হিসাবে কেরিয়ারের শুরুতে জনপ্রিয়তা পেলেও পরে আর নায়কের ভূমিকায় দেখা যায়নি তাঁকে। পরপর বেশ কিছুতে ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এমনকি ‘হান্ড্রেড পারসেন্ট লভ’ ছবিতে কোয়েল মল্লিকের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছিলেন সুজয়। কিন্তু ভাল সময় খুব বেশিদিন থাকেনি তাঁর।

তবে অভিনয় থেকে দূরে সরে গেলেও লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াকে কিন্তু বিদায় জানাতে পারেননি সুজয়। বরং তাঁর জীবনের সঙ্গে চিরতরে জড়িয়ে গিয়েছে বিনোদুনিয়া। তিনি এখন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জামাইবাবু। অভিনেত্রীর দিদি স্মিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন সুজয়।

sujoy

২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন সুজয় এবং স্মিতা। শ্রাবন্তীর দিদিও অভিনেত্রী ছিলেন এক সময়ে। তবে বেশিদিন টিকতে পারেননি। এখন সুজয়ের সঙ্গে বেশ সুখেই সংসার করছেন স্মিতা। বছর দুই আগে এক ফুটফুটে পুত্রসন্তানের মা বাবা হয়েছেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর