চাকরি যাবে ৮০০-র বেশি স্কুল শিক্ষকের! দুর্নীতি স্বীকার কমিশনের, বাতিল করবে সুপারিশ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। এরমধ্যেই শিক্ষক দুর্নীতিতে এবার বড় অ্যাকশন। আগামী সপ্তাহেই চাকরি খোয়ানোর পথে রাজ্যের ৮০০-এরও বেশি স্কুলশিক্ষক (School Teachers)। জানা গিয়েছে, দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)। তার জেরেই সুপারিশ বাতিলের দিকে এগোচ্ছে কমিশন।

সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নির্দিষ্ট আইন মেনে ২০১৬-এর নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে বেআইনিভাবে প্রাপ্ত ৮০০-এরও বেশি ‘অযোগ্য’ শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ পর্যায়ক্রমে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী সপ্তাহেই এই সংক্রান্ত নোটিস জারি হবে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেই ২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির ‘অযোগ্য’ চাকরি প্রার্থীদের তালিকা দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ক্ষোভ উগরে দেন আদালতে। কমিশনকে প্রশ্ন ছুঁড়ে বলেন, এই সব অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কমিশন? বিচারপতির নির্দেশের পরই নড়েচড়ে বসল এসএসসি। এদিন সেসব শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানাল কমিশন।

এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ‘‘আমাদের বিধিতে আছে ১৭ নম্বর ধারা প্রয়োগ করে সুপারিশপত্র বাতিল করা যায়। ৮ তারিখ এই মর্মে আদালতে হলফনামা জমা দিই। সেখানে আমরা জানিয়েছি, এই প্রক্রিয়া আমরা অবশ্যই শুরু করতে রাজি আছি। ৮০০-এর সামান্য বেশি সংখ্যাটি আমরা পেয়েছি যাদের সুপারিশপত্র বাতিল করতে পারি আমরা। নোটিস দিয়ে কাজ শুরু করব আগামী সপ্তাহ থেকে।’’

high court

বৃহস্পতিবার হলফনামা দিয়ে আগামী সপ্তাহ থেকেই চাকুরী বাতিল প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আদালতকে জানিয়েছে এসএসসি। বলা হয়েছে পর্যায়ক্রমে আট শতাধিক শিক্ষকের চাকরি বাতিল করা হবে। উল্লেখ্য, এ যাবৎকালে এই প্রথমবার একসাথে এতজন মানুষের চাকরি বাতিলের সাক্ষী থাকতে চলেছে বাংলা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর