বাংলাহান্ট ডেস্ক : বালিগঞ্জের (Bullygunje) গড়চার একটি বেসরকারি সংস্থার অফিস থেকে গতকাল উদ্ধার হয় ১ কোটি ৪০ লাখ টাকা। সেই ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই কলকাতা পুলিশ (Kolkata Police) গড়িয়াহাট থেকে উদ্ধার করল বিপুল পরিমাণ টাকা। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে এক কোটি টাকারও বেশি। এখনো চলছে টাকা গোনার কাজ।
আজ কলকাতা পুলিশ গড়িয়াহাটের এক শপিং মলের সামনে আটক করে একটি হোন্ডা সিটি গাড়িকে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ তল্লাশি চালায় ওই গাড়িতে। এই গাড়িটি পার্ক সার্কাস থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল। গাড়িতে সেই সময় চালকসহ দুইজন উপস্থিত ছিলেন। তল্লাশি চালানোর সময় কলকাতা পুলিশ ওই গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকার একটি ব্যাগ উদ্ধার করে।
গাড়িতে উপস্থিত ওই দুইজন এই টাকার উৎস সম্বন্ধে কোন সদুত্তর দিতে পারেনি। এরপর ওই গাড়িটিকে আটক করে দুইজনকে নিয়ে যাওয়া হয় থানায়। এখনো টাকা গোনার কাজ চলছে। শেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত এক কোটি টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এই টাকা হাওয়ালার। সেই টাকা পাচার করা হচ্ছিল হোন্ডা সিটি গাড়ি করে। এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই ব্যাপারে পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।
কলকাতা পুলিশ দুই সপ্তাহ আগে বড়বাজার এলাকায় তল্লাশি করে উদ্ধার করে কোটি টাকা। পরবর্তীকালে বউবাজার এলাকা থেকেও পুলিশ প্রচুর পরিমাণ টাকা উদ্ধার করে। গতকাল বালিগঞ্জে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনার ২৪ ঘন্টা পেরানোর আগেই আজ শহর কলকাতায় ফের উদ্ধার হল কোটি টাকারও বেশি।