‘সৌগত’দা অর্পিতার ফ্ল্যাটে কী করতে যেতেন? চা খেতে?’ ‘বউ পালানো’ মন্তব্যের পাল্টা সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল লোকসভার অধিবেশনে তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায়ের মন্তব্যে উঠে আসে বিজেপির সৌমিত্র খাঁর (Soumitra Khan) ব্যক্তিগত জীবন প্রসঙ্গ। বিজেপি সাংসদকে (BJP MP) ‘বেনজির’ আক্রমণ করেন সৌগত, তাতেই উত্তাল লোকসভা। এবার তৃণমূল নেতাকে পাল্টা বিঁধলেন সৌমিত্র খাঁ। তার প্রশ্ন, জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটে কী কারণে যেতেন সৌগত?

প্রসঙ্গত, বৃহস্পতিবার কেন্দ্রের বাজেট বিরোধিতায় সরব হন বর্ষিয়ান তৃণমূল সাংসদকে। তার বক্তব্য রাখার সময় বিজেপির সৌমিত্র খাঁয়ের দিক থেকে কিছু মন্তব্য ভেসে আসে। কিছুটা রেগে গিয়ে সৌমিত্রকে উদ্দেশ্য করে সৌগত রায় বলেন, “তোমার বউ পালিয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। বউ চলে যাওয়ার পর ওর তার কেটে গেছে।” তৃণমূল সাংসদের এহেন নজিরবিহীন আক্রমণের প্রেক্ষিতে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা সৌগত রায়কে তৎক্ষণাৎ সতর্ক করে দেন।

প্রসঙ্গত, এদিন প্রথম থেকেই বাজেটের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় সৌগত রায়কে। বলেন, “এই বাজেটে কোনও ভিশন নেই, তা জনবিরোধী বাজেট…”। রাজ্যের প্রাপ্য অর্থ নিয়েও প্রশ্ন তোলেন শাসকদলের সাংসদ। তবে এরপরেই সৌমিত্র খাঁকে নিশানা করে তার ব্যক্তিগত জীবন তুলে আনেন সাংসদ। কাল সেই আক্রমণ নিয়ে মুখ না খুললেও আজ পাল্টা সৌগতকে একহাত নিলেন সৌমিত্র খাঁ।

soumitra khan

বিজেপি সাংসদ বলেন, নিয়োগ-মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার সঙ্গে সৌগতের যোগাযোগ ছিল। তাদের সম্পর্কের বিষয়েও প্রশ্ন তোলেন সৌমিত্র। বলেন, ‘‘সৌগত’দা অর্পিতার ফ্ল্যাটে কী করতে যেতেন? চা খেতে?’’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘নারদকাণ্ডেও সৌগত’দাকে টাকা নিতে দেখা গিয়েছে। ওঁর ধুতি-পাঞ্জাবি সাদা হলেও উনি আসলে নোংরা মানসিকাতার মানুষ।’’

প্রসঙ্গত, গতবছর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অর্পিতা। পার্থ ‘ঘনিষ্ট’ অভিনেত্রী অর্পিতার গ্রেফতারি নিয়ে শোরগোল পরে যায় সর্বত্র। অভিনেত্রীর গ্রেফতারির পরই বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, সৌগত রায়ও অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ‌যেতেন। যদিও দিলীপবাবুর এই মন্তব্যের পাল্টা সৌগত বলেন, “উনি যদি প্রমাণ করতে পারেন যে, আমি অর্পিতার ফ্ল্যাটে যেতাম বা কখনও গিয়েছি, তা হলে আমি সাংসদ পদ ছেড়ে দেব।’’ তখন এই প্রসঙ্গ থেমে গেলেও আজ ফের বিজেপি সাংসদের গলায় এই একই সুর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর