কাটলো ২ বছরের খরা! মার্ফিদের স্পিন সামলে রেকর্ড গড়ে শতরান রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেশের মাটিতে শেষ টেস্ট শতরান এসেছিল আজ থেকে ঠিক দু বছর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তারপর সেই বছরই আর একটি মাত্র টেস্ট শতরান করতে পেরেছিলেন ইংল্যান্ডের মাটিতে সেপ্টেম্বর মাসে। তারপর খুব বেশি টেস্ট ফরম্যাটে ম্যাচও খেলেননি। ফলে টেস্ট শতরানের খরা চলছিল। অবশেষে দুই বছর পরে সেই খরা কেটে গেল। আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নিজের নবম টেস্ট শতরানটি সম্পূর্ণ করলেন রোহিত।

আজ ১৭০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। মেরেছিলেন ১৪ টি চার ও ২ ছক্কা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি তিন ফরম্যাটে শতরান গড়ার রেকর্ডও করলেন। বিশেষ করে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বিরুদ্ধে তিনি অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেছেন। উল্টো দিক থেকে উইকেট পড়তে থাকলেও তিনি নিজের বড় রানের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। অত্যন্ত সুন্দর টাইমিংও করছিলেন পেসার, স্পিনার দুই ধরনের বোলারদের বিরুদ্ধেই।

rohit 50

যদিও রোহিত শর্মা সফল হলেও হতাশ করেছেন বিরাট কোহলি। আজ তরুণ অজি অফ-স্পিনার টড মার্ফির নির্বিষ বলে নিজের উইকেটটি অস্ট্রেলিয়াকে উপহার দিয়ে ফিরেছেন বিরাট। লাঞ্চের পর দ্বিতীয় সেশন শুরু হওয়ার সময় প্রথম বলেই লেগস্টাম্পের বাইরের বলে লেগ গ্লাস খেলতে গিয়ে উইকেটরক্ষক ক্যারির হাতে জমা হয় তার ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল।

এরপর হতাশ করেছেন অভিষেককারী সূর্যকুমার যাদব। নিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নেমে তার নিশ্চয়ই ইচ্ছা ছিল যে একটি বড় এবং স্মরণীয় ইনিংস খেলবেন। কিন্তু তেমনটা হয়নি। অভিজ্ঞ ন্যাথান লিয়নের গুড লেংথের বলে অন দ্য রাইজ ড্রাইভ মারতে গিয়েছিলেন স্কাই। কিন্তু লিওনের বল স্পিন করে প্যাড এবং ব্যাটের ফাঁক দিয়ে এসে উইকেটে লাগে।

গতকাল থেকেই ম্যাচে লিয়নকে বেশি প্রভাব জমাতে দেননি ভারতের ব্যাটাররা। প্রত্যেকের ব্যাটিং দেখে উপলব্ধি করা যাচ্ছিল যে তারা লিয়নের বিরুদ্ধে খেলার জন্য সঠিক পরিকল্পনা করেই নেমেছেন। তাদের অনেক বেশি সমস্যায় ফেলেছিলেন অস্ট্রেলিয়ার নতুন এবং তরুণ স্পিনার টড মার্ফি। ইতিমধ্যেই রোহিতের শতরান সম্পূর্ণ হওয়ার আগেই তিনি নিয়ে ফেলেছেন ৪টি বড় উইকেট। প্রতিবেদনটি লেখার সময় পাঁচ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৮৭।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর