প্রেম দিবসে বিশেষ উপহার বলিউডের, জুটি বেঁধে পর্দায় ফিরছেন শাহরুখ-কাজল

বাংলাহান্ট ডেস্ক : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান’ (Pathan)। দেশ তথা গোটা বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। শাহরুখ(Shah Rukh Khan)-দীপিকা (Dipika Padukone) অভিনীত এই ছবি ভেঙে দিয়েছে পুরোনো সব রেকর্ড। কোটি কোটি টাকার ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’।

যদিও প্রথম থেকেই এই ছবি নিয়ে শুরু হয়েছিল নানান বিতর্ক। ‘বেশরম গান’ প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষ ধেয়ে আসে এই ছবির দিকে। দীপিকার পোশাক ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকে বয়কট বলিউড ট্রেন্ড। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। এখনও সিনেমা হলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। আর এইসবের মধ্যেই এল নয়া সুখবর।

Pathan

চলছে প্রেম সপ্তাহ। অর্থাৎ মনের মানুষকে উপহার দেওয়ার সময়। যুবক-যুবতী থেকে শুরু করে বিবাহিতরা সকলেই ব্যস্ত এই বিশেষ সপ্তাহ উদযাপনে। চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। আর এই প্রেম দিবসেই দর্শকদের জন্য বিশাল উপহার নিয়ে হাজির বলিউড।

Valentines Day

ফের জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির শাহরুখ-কাজল। আজই মুক্তি পেতে চলেছে সেই ছবি। চলবে আগামী এক সপ্তাহ। একদিকে যখন বক্স অফিসে ‘পাঠান’ ঝড় চলছে। ঠিক তখনই পর্দায় ফিরছে শাহরুখ-কাজল। প্রেম দিবসকে মাথায় রেখেই আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।

Dilwale Dulhaniya Le Jayenge

প্রেমের ছবি মানেই যশরাজের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। রাজ-সিমরানের প্রেম কাহিনী বরাবর মন ছুঁয়েছে দর্শকদের। ‘যা সিমরন যা… তু জিলে আপনি জিন্দেগি’ কিংবা ‘পলট, পলট, পলট!’ এই উক্তি আজও ফুটে ওঠে বতমানের প্রেমিক-প্রেমিকাদের মধ্যে।

Dilwale Dulhaniya Le jayenge

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত প্রেমের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ২৭ তা বছর পেরিয়ে গেলেও আজ রাজ-সিমরানের প্রেমকে হারাতে পারেনি কেউ। আর তাই দর্শকদের মনোরঞ্জন দিতে বারবার ফায়ার আসে এই ছবি। এর আগেও শাহরুখের জন্মদিনে এই ছবি মুক্তি পেয়েছিল। আর এবার আসছে প্রেমদিবসে। পরিচালকের এহেন সিদ্ধান্তে খুশি শাহরুখ অনুরাগীরা।

additiya

সম্পর্কিত খবর