বাংলা হান্ট ডেস্ক : অবশেষে বাংলাদেশের স্বাধীন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (EC) মান্যতা পাচ্ছে প্রাক্তন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’ (TMC BNP)। উচ্চ আদালতের আদেশের ভিত্তিতেই এই মান্যতা দেওয়া হচ্ছে বলে জানালেন বাংলাদেশের (Bangladesh) নির্বাচন কমিশনার মো. আলমগীর।
গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই তথ্য জানান। এর আগে একাধিকবার নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি। কিন্তু প্রতিবারেই তাঁর আবেদন বাতিল হয়ে যায়। ২০২২ সালের ১৭ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ‘তৃণমূল বিএনপি’কে মান্যতা দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আপিল বিভাগ থেকে সিদ্ধান্ত এসেছে। ‘তৃণমূল বিএনপি’কে মান্যতা দেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই ইসি বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ কমিশনের নেই। আদালতের রায়ের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব এই দলটিকে মান্যতা দেওয়া হবে বলেও জানান তিনি।
এই দলকে মান্যতা দিলে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব হবে কি না- এমন প্রশ্নের জবাবে আলমগীর জানান, এখানে ইসির কিছু বলার নেই। সর্বোচ্চ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রতীক হবে ‘সোনালী আঁশ’। তিনি আরও জানান, ‘যাচাই-বাছাই করে মান্যতা দেওয়ার ক্ষমতা ইসির। অন্যদিকে আদালতের নির্দেশও মানতে ইসি বাধ্য। আদালতের নির্দেশের পর এখানে যাচাই করার কোনো প্রয়োজন নেই। আদালত সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত দিয়েছেন।
২০০৮ সালে দেশে রাজনৈতিক দলের মান্যতা পদ্ধতি চালু হওয়ার পর এ পর্যন্ত ৪৪টি দল নিবন্ধন পেয়েছে। তবে আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের (ইসি) শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় এর মধ্যে পাঁচটি দলের মান্যতা বাতিলও হয়ে গেছে। এর মধ্যে চারটির নিবন্ধন বাতিল হয় কে এম নূরুল হুদা কমিশনের সময়ে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা