বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ দেখা গেল স্পিনারদের দাপট। দুই পক্ষের স্পিনাররাই বল হাতে বিপক্ষ ব্যাটারদের বেকায়দায় ফেলতে পারলেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় জাদেজা ও অশ্বিনের এবং ভারতের ব্যাটিংয়ের সময় টড মার্ফির ভেলকিতে নাজেহাল হয়েছেন ব্যাটাররা। তবে সেই স্পিনের ফাঁদ সামলেই শতরান করেছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং অর্ধশতরান করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel)।
এই জাদেজা এবং রোহিতের মধ্যে ৬১ রানের একটি পার্টনারশিপ হয়। দুজনেই বেশকিছু দৃষ্টিনন্দন শট খেলেছিলেন। দুজনের বিরুদ্ধে বল করতে গিয়েই অস্ট্রেলিয়ার বোলারদের নাভিশ্বাস উঠেছিল। রোহিত ১২০ করে আউট হলেও প্রতিবেদনটি লেখার সময় জাদেজা এখনো নট আউট রয়েছেন ৬৬ রানে। দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেছেন অক্ষর প্যাটেলও।
তাদের দুজনের পার্টনারশিপটি চলার সময় একটি মজার ঘটনা ঘটে। ৭৭তম ওভারে মার্নাস লাবুশানের বলে একটি সিঙ্গেল নিয়ে সেটিকে ডাবলসে পরিণত করার পরিকল্পনা ছিল জাদেজার। কিন্তু স্ট্রাইকার প্রান্তে অবস্থিত রোহিত শর্মা তাকে হাত মেরে না করেন কারণ বলটি গেছিলো স্টিভ স্মিথের হাতে। রোহিত শর্মা জাদেজাকে দ্বিতীয় রাজনীতির নিষেধ করেন এবং বলেন, “সত্যি বলছি ভাই, ও একটু পাগলাটে।”
— Aditya Kukalyekar (@adikukalyekar) February 10, 2023
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। স্টিভ স্মিথ যে ভঙ্গিতে ব্যাটিং করে থাকেন তা দেখে অনেকেই মাঝেমধ্যে তাকে পাগল বলে থাকেন। এবার রোহিত শর্মা মাঠের মধ্যে সরাসরি এই কথা বলায় মজা পেয়েছেন নেটিজেনরা।
তবে অস্ট্রেলিয়ার জন্য এই টেস্ট ম্যাচে এখনো অবধি মজার কিছু ঘটেনি। এই মুহূর্তে তারা ১০০ রানেরও বেশি পিছিয়ে রয়েছে ভারতের থেকে। জাদেজার পর অক্ষর প্যাটেলও দুর্দান্ত ব্যাটিং করে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেছেন। এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছেন তারা।