লকডাউনে বসে যায় ব্যবসা, ভাগ্যের ফেরে লটারিতে ১ কোটি জয় জলপাইগুড়ির যুবকের! করবেন স্বপ্নপূরণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ব্যবসা তছনছ হয়ে গিয়েছিল লকডাউনে। এরপর হাজারও চেষ্টা করে ঘুরে দাঁড়াতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে সেই ব্যবসায়ী (Businessman) কেটে ফেলেন একটি লটারি টিকিট (Lottery)। সেই টিকিটেই কোটিপতি হলেন ক্রান্তির বাসিন্দা রানা দাস। ব্যবসায়ীরা রানা জলপাইগুড়ির (Jalpaiguri) ক্রান্তি ব্লকের চেংমারী কদমতলার বাসিন্দা।

জানা গিয়েছে, বুধবার রাতে তিনি ১০০ সিরিজ লটারির টিকিট কেনেন ৬০০ টাকার বিনিময়। খেলা ছিল রাত ৮ঃ০০ টায়। সেই টিকিটেই রানা একেবারে কোটিপতি হয়ে গেলেন। লটারি জেতার আনন্দে প্রথমে আনন্দে আত্মহারা হয়ে যান রানা। এরপর নিরাপত্তার খাতিরে তিনি যোগাযোগ করেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির সাথে। এরপর সেই টিকিটটি তিনি জমা করে দেন ক্রান্তি ফাঁড়িতে।

একটি আসবাবের দোকান রয়েছে রানার। করোনা লকডাউনের সময় রানার ব্যবসা মুখ থুবড়ে পড়ে। এরপর অনেক চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারছিলেন না তিনি। রানা জানিয়েছেন, “অনেক টাকার দরকার ছিল এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। টাকা ছিল না বলে বারবার সমস্যায় পড়ছিলাম। এবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি।”

Jalpaiguri lottery

রানার এই লটারি জেতার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস পড়েছে পরিবারে। এই খবর পেয়ে আলোড়ন পড়ে গেছে তার এলাকায়। সবাই একবার চোখের সামনে থেকে রানাকে দেখতে চাইছেন। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মালহাটি ডিভিশনে একজন ২ মাস আগেই লটারিতে ১ কোটি টাকা পেয়েছিলেন। একই এলাকায় দুইজনের লটারিতে কোটি টাকা পাওয়া নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X