ফাঁদে ফেলছে চিনা বেটিং অ্যাপ, LOTUS 365-র ফাঁদে পড়ার আগে সতর্ক করলেন ‘বং গাই’ কিরণ

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে ফের সন্দেহজনক চিনা অ্যাপের (Chinese App) বাড়বাড়ন্ত। তিন বছর আগে ভারত সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে একগুচ্ছ চিনা অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল বেশ কিছু জনপ্রিয় নামও। কিন্তু অ্যাপগুলিকে প্রভাব বিস্তার করা থেকে আটকানো যায়নি। সম্প্রতি আরো একটি ভুয়ো গেমিং অ্যাপের খোঁজ মিলেছে তা চুপিসারে জাল ছড়াচ্ছে এ রাজ্যে। এবার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তও (Kiran Dutta) সকলকে সতর্ক করলেন ওই অ্যাপের ব্যাপারে।

অ্যাপটির নাম ‘LOTUS 365’। এটি একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। নেটমাধ্যমে সহজলভ্য এমন বহু গেমিং অ্যাপই আছে যার মাধ্যমে সহজে টাকা রোজগার করা যায়। জনপ্রিয় তারকাদেরও রীতিমতো প্রোমোট করতে দেখা যায় সেইসব অ্যাপগুলি। বিজ্ঞাপনে আর্থিক ঝুঁকির সতর্কীকরণ দেওয়া থাকলেও এমন বেশ কিছু অ্যাপ আছে যা বৈধ নয় এবং সেগুলির মাধ্যমে ব্যবহারকারী সরাসরি বেটিং পর্যন্ত করতে পারে।

Kiran Dutta Indian Bengali YouTuber aka The Bong Guy 1

জানা যাচ্ছে, ‘LOTUS 365’ এমনি একটি অ্যাপ। ভারতে ‘অবৈধ’ হওয়ায় অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং অর্থ সুরক্ষিত নয়। এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম পাঠকদের। এবার বিষয়টা নিয়ে সরব হলেন ‘দ্য বং গাই’ ওরফে কিরণ দত্তও। সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘ভারত সরকার অনেকগুলো চিনা অ্যাপ ব্যান করল। তার মধ্যে ‘LOTUS 365’, ‘1Xbet’ এর মতো অনেক অ্যাপ আছে যেগুলো ইউটিউবাররা প্রোমোট করে’।

এরপরেই কিরণ জানিয়েছেন, তাঁর কাছেও এই অ্যাপ প্রোমোট করার প্রস্তাব এসেছিল। অনেক টাকার লোভও দেখানো হয়েছিল। কিন্তু রাজি হননি কিরণ। তাঁর কথায়, ‘জেনেবুঝে ভুলভাল অ্যাপ আমার অডিয়েন্সের ফোনে আমি ডাউনলোড করাব না। অনেকেই শুরুতে না বুঝে করে। এটাই বলব তোমাদের ভালবাসাই আমাকে ভাল সিদ্ধান্ত নিতে বাধ্য করে’।

whatsapp image 2023 02 11 at 2.51.55 pm

কিরণ জানান, দু সপ্তাহ আগেই তাঁর কাছে মেইল এসেছিল ‘LOTUS 365’ অ্যাপটি প্রোমোট করার জন্য। ইউটিউবারদের উদ্দেশে তাঁর বার্তা, নিজের অডিয়েন্সকে যেন ভুল পথে চালিত না করে কেউ। নতুন ব্র্যান্ড নেওয়ার আগে দেখে, বুঝে তারপরেই প্রোমোট করার পরামর্শ দিয়েছেন দ্য বং গাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর