বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে খ্যাতি পাওয়ার জন্য শুধু দক্ষ অভিনয় আর কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়। আলাদা করে নজর কাড়ার জন্য আরো অনেক কিছুই করেন অভিনেতা অভিনেত্রীরা। এমনকি অনেকে বদলে ফেলেন পিতৃদত্ত নামও (Name)। আর এটা যে শুধু নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরাই করেন এমনটা কিন্তু নয়। অনেক বছর ধরেই চলে আসছে এই চল।
শুধু বলিউড নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন বহু উদাহরণ রয়েছে। উত্তম কুমারের (Uttam Kumar) সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাবা মায়ের দেওয়া নামের বদলে ডাক নামেই জনপ্রিয় হয়েছেন অনেক অভিনেতা। লোকমুখে প্রচারিত হতে হতে তাঁরা জনপ্রিয় হয়ে উঠেছেন ডাক নামেই। কে কে রয়েছেন এই লিস্টে? দেখে নিন চটপট।
উত্তম কুমার– তালিকায় সর্বাগ্রে থাকবে উত্তম কুমারের নাম। এই নামেই খ্যাতির চূড়ায় উঠেছেন তিনি। পেয়েছেন মহানায়ক খেতাব। কিন্তু এটা যে তাঁর আসল নাম নয় সেটা সকলেই জানেন। তাঁর পিতৃদত্ত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়।
ভানু বন্দ্যোপাধ্যায়– বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ তাঁকে ছাড়া অসম্পূর্ণ। হাসির মোড়কে ক্ষুরধার অভিনয় মানেই ভানু বন্দ্যোপাধ্যায়। বহু ক্লাসিক ছবি উপহার দিয়েছেন তিনি বাংলার দর্শকদের, যেগুলো আজো একই রকম আইকনিক। কিন্তু জানলে অবাক হবেন, ভানু কিন্তু তাঁর আসল নাম নয়, বরং ডাক নাম। তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়।
যিশু সেনগুপ্ত– নয় নয় করে টলিউডে কম দিন হল না তাঁর। সিরিয়াল থেকে শুরু করে বড়পর্দায় পা রেখেছেন তিনি। আর এখন টলিউডের পাশাপাশি বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে রাজত্ব করছেন যিশু। তবে অভিনেতার আসল নাম কিন্তু বিশ্বরূপ সেনগুপ্ত। অভিনয়ে পা রেখেই নাম বদলে ফেলেন তিনি।
টোটা রায়চৌধুরী– টলিপাড়ার আরেক প্রতিভাবান অভিনেতা, যিনি বাংলার পাশাপাশি হিন্দিতেও দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন।টোটার আসল নাম পুষ্পরাগ রায়চৌধুরী।
বনি সেনগুপ্ত– তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে বেশ পরিচিত নাম বনি। এখনো পর্যন্ত খুব বেশি ছবিতে অভিনয় না করলেও জনপ্রিয়তা কম নেই তাঁর। বনির আসল নাম অনুপ্রিয়। তবে অভিনয়ে আসার পর ভাল নাম বদলে ডাক নামটাই পাকাপাকিভাবে গ্রহণ করেন বনি।