জেলে থেকেই দল চালাচ্ছে অনুব্রত, ফোনে-ফোনে কথাও হচ্ছে! বিস্ফোরক তৃণমূলের কাজল শেখ

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় বহুমাস জেলবন্দি ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তবে জেলে থাকলেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি তার। এবার কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুললেন দলেরই নেতা বীরভূমের কাজল শেখ (Kajal Sheikh)। তার দাবি জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর (Bikash Roy Chowdhury) সঙ্গে যোগাযোগ রয়েছে কেষ্টর, হয় ফোনালাপও। তার কথাতেই নাকি দল চলছে। খোদ তৃণমূল নেতার এহেন মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি।

রবিবার নানুরের তৃণমূল (TMC) নেতা তথা দলের বীরভূমের (Birbhum) কোর কমিটির (Core Committee) সদস্য কাজল শেখ বলেন, জেলবন্দি দশাতেও দল চালাচ্ছে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। শুধু তাই নয় তিনি এও বলেন ফোনের কললিস্ট ঘাঁটলেই বিকাশবাবুর সাথে তার যোগাযোগের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। রবিবার নানুরের উচকরণ গ্রাম পঞ্চায়েতের বন্দর বাসস্ট্যান্ডে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কাজল। সেখান থেকেই এহেন মন্তব্য করেন তৃণমূল নেতা।

ঠিক কী বললেন কাজল? এদিন কর্মসূচী শেষে সাংবাদিকদের প্রশ্নে কাজল বলেন, “হয়ত জেল থেকে বিকাশদার সঙ্গে কেষ্টদার ফোনে কথা হচ্ছে সেই কারণেই উনি বলছেন কেষ্টদার কথামতো চলছে। তাঁর ফোন চেক করলেই বোঝা যাবে।” শুধু তাই নয় তিনি আরও বলেন , “মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও যে কোর কমিটির বৈঠক হয়নি সেই নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং আমি জানিয়েছি কোর কমিটির বৈঠক হওয়ার আগে জেলা কমিটির বৈঠক কী করে সম্ভব?”

প্রসঙ্গত, শনিবার বোলপুরের দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা কমিটির বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন ছিলেন কাজল শেখ। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। এ বিষয়ে প্রশ্ন করা বলে নেতা বলেন, ‘‘আমার ব্যক্তিগত কাজ ছিল।’’ তবে সূত্রের খবর, কোর কমিটির সদস্য হওয়ার পরও নাকি তাঁকে উচিৎ সন্মান দেওয়া হচ্ছে না। তাই ক্ষোভ নিয়েই এদিন বেরিয়ে যান কাজল।

উল্লেখ্য, বীরভূম তৃণমূলের মেরুদন্ড ছিল কেষ্ট মণ্ডল। তার অনুপস্থিতিতে বেসামাল পরিস্থিতি জেলায়। পরিস্থিতি সামাল দিতে গত জানুয়ারি মাসে বীরভূম জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ জনের একটি কোর কমিটি গঠন করে দেন। তাৎপর্যপূর্ণভাবে এই ৭ জনের তালিকায় নাম হয়েছে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের। যাকে অনুব্রত বিরোধী বলেই সকলে চেনে। কিন্তু, সমস্যাটা অন্য কোথাও।

দল সূত্রে খবর, প্ৰতি সপ্তাহে বৈঠক করে কোর কমিটির সদস্যদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও কোনো বৈঠকের আয়োজন করেনি কোর কমিটি। এই কারণেই ক্ষোভে ফুঁসছেন কাজল। অন্যদিকে তৃণমূলের বিকাশ রায় চৌধুরীরও। অনুব্রত যোগের দাবি মিথ্যে বলে উড়িয়ে বিকাশের মন্তব্য, কমিটির বৈঠক না হওয়া নিয়ে ‘অনুযোগ’ রয়েছে কাজলের। তাই এসব বলছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর