বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনকে (SSC) যত শীঘ্র সম্ভব ১,৯১১ জন বেআইনি ভাবে নিযুক্ত গ্ৰুপডি (Group D) কর্মীর সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। সেইমত শুক্রবার সুপারিশ পত্র বাতিলের নোটিফিকেশন জারি করে স্কুল সার্ভিস কমিশন।
বিচারপতির নির্দেশ ছিল, এই ১,৯১১ জনের চাকরি বাতিল করে যারা অপেক্ষমান তালিকায় রয়েছে, তাদের মধ্যে থেকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিচারপতির কড়া নির্দেশের পর শুক্রবারই তড়িঘড়ি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করে কমিশন। অন্যদিকে এরই মধ্যে আদালতের নির্দেশ মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিল কমিশন।
আদালতের নির্দেশানুসারে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছিল কমিশন। গতকাল এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান , যত দ্রুত সম্ভব কাউন্সেলিং করে ১৯১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মতে তড়িঘড়ি কাজ করতে গিয়ে যেন কোনো বিপদে পড়তে না হয় তাই একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তবে তিন সপ্তাহের মধ্যে সেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
তবে আজই ১৪৪৪ জনের একটি তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। গ্ৰুপ -ডি বাতিল শূন্যপদ পূরণের জন্য ওয়েটিং লিষ্ট থেকে যারা কাউন্সিলিং-এর জন্য ডাক পেলেন তাদের এই তালিকায় নাম রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গতকালই, কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানে হয়েছিল, শীঘ্রই এসএসসি-র অফিসেই যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং পক্রিয়া সম্পন্ন হবে।
আদালতে মুখ পোড়ার পর সেই বিজ্ঞপ্তিতে স্বচ্ছতা নিয়ে বেশ কড়াকড়ি কমিশনের। উল্লেখ করা হয়েছিল, যদি কাউন্সেলিং-এ অংশ নেওয়া কোনও প্রার্থীর ওএমআর শিট বিকৃতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ তার কাউন্সেলিং বাতিল করা হবে। যদি কাউন্সেলিং-এর দিন কেউ আসতে না পারেন, তাকে পুনরায় কোনও সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে কমিশন।