বড় পরিকল্পনা তৈরি Adani Group-এর! লোকসানের ধাক্কা কাটিয়ে উঠতে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) চাঞ্চল্যকর রিপোর্টের পরে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গ্রুপ (Adani Group)। এমনকি, ওই একটি রিপোর্টই রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা আদানি সাম্রাজ্যকে। যার জেরে মোট সম্পদের ক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে গিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। এমনকি, একটা সময়ে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকায় প্রথম ২০ থেকেও ছিটকে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, কোম্পানিটি এখন একটি নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করে কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।

রেভিনিউ গ্রোথ টার্গেট কমানো হয়েছে: ইতিমধ্যেই আদানি গ্রূপের অন্তর্ভুক্ত কোম্পানিগুলির শেয়ারে বড়সড় পতনের জেরে কোম্পানিটি তাদের রেভিনিউ গ্রোথ টার্গেট কমিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এটি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যার জেরে এই লক্ষ্যমাত্রা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে।

১১৭ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হ্রাস পেয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত জানুয়ারি মাসের ২৪ তারিখে প্রকাশিত হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরেই আদানি গ্রূপের লোকসানের পরিমান ক্রমশ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে, এখনও পর্যন্ত ওই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় ১১৭ বিলিয়ন ডলার কমেছে।

হবে আইনি লড়াই: এদিকে, ওই রিপোর্টের জেরে হওয়া ক্ষতি সামাল দিতে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে আদানি গ্রূপ। গৌতম আদানির এই গ্রুপ এবার একটি সাধারণ অডিট পরিচালনার জন্য “বিগ ফোর” (Deloitte, EY, KPMG এবং PwC) অ্যাকাউন্টিং সংস্থাগুলির একটিকে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি লড়াইয়ের জন্য ল ফার্ম Wachtell-কেও বেছে নেওয়া হয়েছে।

gautam adani

আজও শেয়ারের বড় পতন পরিলক্ষিত হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আজকেও কোম্পানিটির শেয়ারে বড় পতন দেখা গিয়েছে। ইতিমধ্যেই আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২.৮৯ শতাংশ কমে গিয়ে ১,৭৯৩.৫০ টাকার স্তরে লেনদেন করছে। এছাড়াও, আদানি পাওয়ারের শেয়ারে ৪.৯৯ শতাংশ এবং আদানি উইলমার ও আদানি গ্রূপের শেয়ারে ৫ শতাংশ পতন ঘটেছে। পাশাপাশি, আদানি ট্রান্সমিশন ও টোটাল গ্যাসের শেয়ারও ৫ শতাংশ কমে লেনদেন করছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর