বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্ষুদ্রতম ফরম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। এবার তারই পথে হাঁটলেন ইংল্যান্ডকে ২০১৯ ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2019) জেতানো অধিনায়ক ইয়ন মরগ্যান (Eoin Morgan)। তার অধিনায়কত্বে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের একমাত্র বিশ্বকাপটি জিতেছিল ইংল্যান্ড ক্রিকেট দল।
৩৬ বছর বয়সী ক্রিকেটার শেষ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা ২০ লিগে। জন্মসূত্রে আইরিশ এই ক্রিকেটার নিজের পরিবারকে আরও বেশি করে সময় দেওয়ার ইচ্ছাকেই অবসরের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া এবার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে শান্তিতে জীবন অতিবাহিত করতে চান বলে জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
প্রাক্তন ইংরেজ তারকা আইপিএলে কেকেআরের হয়েও মাঠে নেমেছেন দুটি ভিন্ন ভিন্ন সময়ে। তিনি কেকেআরের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন এবং অধিনায়ক হিসেবে কেকেআরকে নিয়ে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যবশত কেকেআরকে নিজেদের তৃতীয় আইপিএল ট্রফি জেতাতে পারেননি তিনি।
নিজের অবসর বার্তায় তিনি আরও বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারের জীবনে উত্থান পতন থাকে, আমিও তার ব্যাতিক্রম নই। এই কঠিন সময়গুলিতে আমি নিজের পরিবারকে সবসময় পাশে পেয়েছি। আমার বন্ধুরাও কোনওদিনও আমার সঙ্গ ছাড়েনি। এজন্য তাদের সকলকে বিশেষ করে আমার স্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আমি আমার কাছের বন্ধুদের কাছে কৃতজ্ঞ থাকবো।”
মরগ্যান দেশের জার্সি গায়ে চাপিয়ে তিনটি ফরম্যাটেই মাঠে নেমেছেন। কিন্তু তিনি মূলত সীমিত ওভারের ক্রিকেটের জন্যই পরিচিত ছিলেন। দেশের জার্সিতে তিনি মাত্র ১৬ টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলেছেন ১১৫ টি ম্যাচ ও করেছেন ২৪৫৮ রান। এছাড়া তিনি সবচেয়ে সফল হয়েছেন বলা যায় ওডিআই ফরম্যাটেই। ২৪৮ টি ওডিআই ম্যাচ খেলে ১৪ টি শতরান সহ তিনি করেছেন ৭৭০১ রান।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়