প্রচণ্ড খুঁতখুঁতে, তিরুপতি মন্দির থেকে চুল এনে ‘বিনোদিনী’ সাজাতে হয়েছে রুক্মিনীকে!

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবির জগতে তৈরি হতে চলেছে ইতিহাস। এই প্রথম সেলুলয়েডের পর্দায় উঠে আসতে চলেছে নটী বিনোদিনীর (Noti Binodini) আখ্যান। ঐতিহাসিক এই চরিত্র সম্পর্কে কিছু সিরিয়ালে টুকটাক তথ্য উঠে আসলেও তাঁর জীবনের উপরে নির্ভর করে কোনো ছবি এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেক্ষেত্রে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ প্রথম ছবি হতে চলেছে এ বিষয়ে। সোমবার প্রকাশ্যে এল বিনোদিনী রূপী রুক্মিনী মৈত্রর (Rukmini Moitra) প্রথম লুক।

এর আগে অবশ্য ছবির একটি পোস্টার বেশ ভাইরাল হয়েছিল। অবশ্য সেখানে শ্রী চৈতন্য লীলা নাটকে মহাপ্রভু রূপে ধরা দিয়েছিলেন বিনোদিনী ওরফে রুক্মিনী। নটী বিনোদিনীর লুকে এই প্রথম দেখা গেল অভিনেত্রীকে। আর সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই পোস্টার।

rukmini 1 1662377506431 1662377515439 1662377515439

গাঢ় নীল এবং মেরুন রঙা জমকালো শাড়ি, সোনার গয়না আর মানানসই চুলের স্টাইলে রেট্রো লুকে ধরা দিয়েছেন রুক্মিনী। এক ঝলক দেখলে কোনো বিগ বাজেট বলিউড ছবির পোস্টার বলে ভুল হতেই পারে। নেটিজেনরা মুগ্ধ নতুন পোস্টার দেখে। কিন্তু এই মুগ্ধতা সৃষ্টি করতে কিন্তু কম খাটতে হয়নি পোশাক ডিজাইনার এবং মেকআপ শিল্পীকে।

বিনোদিনীর পোশাক ডিজাইন করেছেন শুচিস্মিতা দাশগুপ্ত। তিনি বলেন, বিনোদিনী চরিত্রটি একটি আইকনিক চরিত্র, যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন মানুষ। বিনোদিনীর চৈতন্য লুকটি ভাইরাল হওয়ার বিষয়ে শুচিস্মিতা বলেন, ওই লুকটি করার সময়ে সেই সময়কার কাপড়, সেলাইয়ের প্যাটার্ন নিয়ে গবেষণা করেছিলেন তিনি। তাই লুকটি এত ভাইরাল হয়েছিল।

নতুন লুকটির ক্ষেত্রেও সেই সময়কার পোশাক আশাকের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী মসলিন বেনারসী এবং সোনার গয়না পরানো হয়েছে রুক্মিনীকে। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, নটী বিনোদিনীর কোনো স্পষ্ট ছবি সংরক্ষিত নেই। তাই পোশাক বা গয়নার ডিজাইন বোঝা সহজ ছিল না।

Rukmini Moitra

এ তো গেল পোশাক, রুক্মিনীর মেকআপ করতেও কম সমস্যা হয়নি। মেকআপ শিল্পী বীথিকা বেনিয়া বলেন, তিনি যতবারই মেকআপ করছিলেন রুক্মিনীর কিছুতেই পছন্দ হচ্ছিল না। অভিনেত্রী নাকি খুবই খুঁতখুঁতে। শেষমেষ তিনবারের চেষ্টায় পারফেক্ট হয় মেকআপ। মুখে একটা আভা আনতে লন্ডন থেকে বিশেষ ফেস টোনার আনা হয়েছিল বলে জানান মেকআপ শিল্পী।

এখানেই শেষ নয়। রুক্মিনীর হেয়ার স্টাইলিস্ট জানান, অভিনেত্রী যেহেতু অনেকটাই লম্বা, তাই তাঁর উচ্চতার সঙ্গে চুলটাও লম্বা করার প্রয়োজন ছিল। তার জন্য তিরুপতি মন্দির থেকে কাস্টোমাইজ করা চুল আনা হয়েছিল। রুক্মিনীর চুলের সঙ্গে মিলিয়েই চার ফুট লম্বা চুল বানানো হয়েছে বলে জানান হেয়ার স্টাইলিস্ট।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর