৬০০ সিঁড়ি, প্রত্যেক ধাপে জ্বালান প্রদীপ! মারক অসুস্থতা থেকে সুস্থ হয়েই ভগবানের দর্শনে সামান্থা

বাংলাহান্ট ডেস্ক : একদিন বা দু’দিন নয়, দিনের পর দিন বিরল অসুখ মায়োসাইটিসে (Myositis) আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী (Actress) সামান্থা রুথ প্রভু। তবে এবার ঈশ্বর বোধকরি মুখ তুলে চেয়েছেন। শেষ পর্যন্ত, এই বিরল অসুখের কবল থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন এই দক্ষিণী তারকা। বলা বাহুল্য, ভয়ঙ্কর জটিল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসহনীয় হয়ে উঠেছে সামান্থার শারীরিক যন্ত্রণা। এই রোগটির জন্য পেশিতে অসম্ভব প্রদাহ বাড়লে তাকে হেলায় হারানোর শপথ নিয়েছেন এই দক্ষিণী তারকা।

সেই কারণেই বোধহয় সব শারীরিক কষ্টকে উপেক্ষা করে পা রাখলেন তামিলনাড়ুর একটি মন্দিরে। শুধু তাই নয় ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন কাজের জগতেও। অসুস্থতাকে হার মানিয়েই গত মাসে রাজ এবং ডিকে’র ‘সিটাডেল’ সিরিজ়ের শুটিং শুরু করেছেন সামান্থা। সিরিজ়ে সামান্থা ছাড়াও রয়েছেন বরুণ ধওয়ান। তবে প্রবলভাবে ঈশ্বরের বিশ্বাসের সামান্থা এবার যা ঘটনা ঘটালেন তা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সামান্থাপ্রেমীদের মনে।

জানা গিয়েছে, তামিলনাড়ুর পালানি মুরুগান মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা বার দুটো নয় একটানা ৬০০ টা সিঁড়ি পায়ে হেঁটে উঠেছেন। বলা ভালো একপ্রকার নিজের জীবনকে বাজি রেখেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। মন্দিরে অভিনেত্রীর কিছু ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রী সেখানে একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন তাঁর অভিনীত ‘জানু’ ছবির পরিচালক সি প্রেম কুমার।

https://twitter.com/TN_SamanthaFans/status/1625203966215847936?s=20&t=6GJkkVN5W-EXGRwwsCWW4g

সূত্রের খবর, অভিনেত্রী সময় নিয়ে সিঁড়ি ভেঙে মন্দিরে পৌঁছন। মাঝে কর্পূর প্রজ্জ্বলন করেন। সিঁড়ি ভাঙার সময় তাঁর মুখে ছিল মাস্ক। সামান্থার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ। আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে সামান্থার নতুন ছবি ‘শকুন্তলম’। ছবি ছাড়াও নিজের শরীরস্বাস্থ্যের জন্যও মন্দিরে প্রার্থনা করেন ‘ও আন্টাওয়া’ খ্যাত নায়িকা। প্রসঙ্গত উল্লেখ্য, নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পরেই সামান্থার এই জটিল রোগ মায়োসাইটিসের কথা প্রকাশ্যে আসে।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর