বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় রোজই উঠে আসছে নতুন মোড়। এবার ব্যাঙ্কশাল কোর্টের একটি শুনানিতে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি-র আইনজীবী এদিন জানান, ‘যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ১০ লক্ষ টাকা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে)।
ইডি-র এই দাবি যদিও উড়িয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তিনি এদিন আদালতে বলেন, ‘কুন্তল যে আমার মক্কেলকে টাকা দিয়েছেন তা কি আপনারা দেখেছেন? যে কেউ, যা খুশি বলে দিলেই হল?’ এদিকে ইডির দাবি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য। সমগ্র শিক্ষা দুর্নীতির মালা একটা সুতোয় গাঁথা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এর আগে সিবিআই দাবি করে, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, এসএলএসটি, একাদশ-দ্বাদশের শিক্ষক দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগ সব দুর্নীতিরই মাস্টারমাইন্ড পার্থ। তিনিই ছিলেন শিক্ষামন্ত্রী। তাঁর নির্দেশেই উপদেষ্টা কমিটি গঠন বা অন্য নানা দুর্নীতি হয়েছিল।
কুন্তলের নাম প্রথম বলেছিলেন তাপস মণ্ডল। মানিক ভট্টাচার্যের সঙ্গে জুড়ে কুন্তলের নাম বলেছিলেন তাপসবাবু। সেই সময়ে পার্থর নাম শোনা যায়নি। এদিন ইডি দাবি করে, জেরায় কুন্তল নাকি বলেছেন, পার্থকেও তিনি ১০ লক্ষ টাকা দিয়েছিলেন।
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কি যোগাযোগ ছিল কুন্তল ঘোষের ? পার্থ চট্টোপাধ্যায়ের হাতে সরাসরি টাকা পৌঁছে দিতেন কুন্তল ঘোষ ? নাকি মাঝে অন্যদেরও হাত ছিল ? প্রভাবশালীদের সঙ্গেই বা যুব তৃণমূল (TMC) নেতা কুন্তলের কীরকম যোগাযোগ ছিল ? এই প্রশ্নগুলি উঠছে বেশ কয়েকদিন ধরেই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এতদিন অনেক তথ্যই সামনে এসেছে। কিন্তু কুন্তলের সম্পর্কে বিস্ফোরক দাবি করল ইডি (ED) !