বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাগপুর টেস্টে (Nagpur Test) অস্ট্রেলিয়াকে পর্যস্ত করে জয় করার সুফল পেল ভারত। ওই টেস্ট ম্যাচে ভারতীয় দল (Team India) রোহিত শর্মার (Rohit Sharma) শতরান এবং স্পিনারদের তাণ্ডবে ভর করে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে জয় পেয়েছিল। আড়াই দিনের মধ্যে ওই টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। এবার দিল্লি টেস্ট শুরু হওয়ার আগেই এই সুসংবাদ পেয়ে গেল ভারত যে তারা আইসিসি (ICC) র্যাঙ্কিংয়ে টেস্ট ফরম্যাটেও অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে।
এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে তিন রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছে ভারতীয় দল। শীর্ষ পাঁচ টেস্ট দল ও তাদের রেটিং পয়েন্ট নীচে তুলে ধরা হলো:
১. ভারত (১১৫)
২. অস্ট্রেলিয়া (১১২)
৩. ইংল্যান্ড (১০৬)
৪. নিউজিল্যান্ড (১০০)
৫. দক্ষিণ আফ্রিকা (৮৫)
মজার ব্যাপার হলো যে ভারতীয় দল চলতি বছরে শুরুতে ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। ঘরের মাটিতে প্রথমে শ্রীলঙ্কা এবং তারপর নিউজিল্যান্ডকে দুটি করে সীমিত ওভারের সিরিজে উড়িয়ে দিয়ে তারা ওই দুটি ফরম্যাটেও আইসিসি ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে।
চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে দেশের মাটিতে প্রত্যেক ফরমেটে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। যদিও আত্মতুষ্টির কোনও জায়গা নেই, কারণ বিশ্বকাপে একটি ভুলেই ভারতের স্বপ্ন ভঙ্গ করতে যথেষ্ট।