বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) চূড়ান্ত অর্থসঙ্কট কারও কাছেই অজানা নয়। দুর্দশার জেরে সেখানে জনজীবন বিপর্যস্ত। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। কোনও দেশই তাদের সাহায্য করতে এগিয়ে আসছে না। এই অবস্থায় পাকিস্তান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। পাকিস্তানকে ‘পৃথিবীর বোঝা’ বলে অভিহিত করলেন যোগী।
একটি সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, পাকিস্তান পৃথিবীর বোঝা হয়ে গিয়েছে। তাই যত তাড়াতাড়ি তারা নিজেদের ভারতের সঙ্গে সংযুক্ত করে, তত তাদের জন্যই মঙ্গল। যোগী এদিন আরও বলেন, তিনি নিশ্চিত যে একদিন অখণ্ড ভারত (Akhand Bharat) তৈরি হবেই। পাকিস্তানের দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “শ্রী অরবিন্দ পরিষ্কার বলেছেন যে আধ্যাত্মিক জগতে পাকিস্তানের কোনও অস্তিত্ব নেই।”
যোগী (CM Yogi Adityanath) যোগ করেছেন, “যার কোনও অস্তিত্ব নেই সে এতদিন ধরে চলেছে। গর্বিত বোধ করুন। পাকিস্তান পৃথিবীর উপর একটি বোঝা হয়েই থাকবে। তাই যত তাড়াতাড়ি তারা ভারতের সঙ্গে জুড়বে, ততই তাদের জন্য মঙ্গল।” একইসঙ্গে অখণ্ড ভারত গড়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। যোগীর মতেম একদিন অখণ্ড ভারতের লক্ষ্যপূরণ হবেই।
সাম্প্রতিক উত্তরপ্রদেশে (Uttar Pradesh) অনুষ্ঠিত হয়েছে ইনভেস্টরস সামিট (Investors Summit)। এটি শেষ হওয়ার পর এই প্রথম কোনও সাক্ষাৎকার দিলেন যোগী আদিত্যনাথ। ওই সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (SP) নেতা অখিলেশ যাদবকেও (Akhilesh Yadav) কটাক্ষ করেছেন যোগী। তাঁর দাবি, ২০১৭-র আগে প্রতি তিন দিন অন্তর দাঙ্গা বাঁধত রাজ্যে। কিন্তু যোগীর সময়ে একটি দাঙ্গাও বাঁধেনি।
একইসঙ্গে তিনি জানান, লাগামহীন আমলাতন্ত্রের উপরও রাশ টানা গিয়েছে। এছাড়াও জমি মাফিয়াদের দখলে থাকা জমিও ছাড়াচ্ছে সরকার। অখিলেশের গুন্ডাবাহিনী একটি সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর চালিয়েছিল। কিন্তু এখন আর তেমন কিছুই ঘটে না রাজ্যে। অখিলেশ যাদবের সময় উত্তরপ্রদেশে চূড়ান্ত অব্যবস্থা ছিল বলে মত যোগীর।
রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) নিয়েও কটাক্ষের সুর শোনা গিয়েছে যোগীর গলায়। তিনি বলেন, “যাঁদের অঢেল ফাঁকা সময় আছে, তাঁরা ঘুরে বেড়ান। ঘুরে বেড়ানো ভারতের একটি প্রাচীন রীতি।” শোনা যাচ্ছে, লখনউয়ের নাম বদলে লক্ষণ নগর করা হবে। এমন পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশের বিজেপি (BJP) সরকারের। এই প্রসঙ্গে যোগী বলেন, যখন এটা করবেন খুবই ধূমধামের সঙ্গে করবেন। উল্লেখ্য, লখনউ নামটিও খুবই প্রাচীন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার