বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের (Team India) হাতে রয়েছে মাত্র একটি দিন। তারপরেই দিল্লিতে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে হবে তাদের। প্রথম টেস্টে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও সেই একই রকম দাপট দেখিয়ে জয় পেতে চান রোহিতরা (Rohit Sharma)। গত ম্যাচে যে সামান্য ভুল ত্রুটিগুলি হয়েছিল সেগুলি শুধরে নিতে চান সকলেই। বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বেশ কিছু ক্যাচ ফেলে ছিলেন স্লিপে। তাকে বেশ কিছুক্ষণ স্লিপে ক্যাচ প্র্যাকটিস করতে দেখা যায়।
দিল্লির এই দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারবেন মেডেল অর্ডার ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পিঠের চোটের কারনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে বাংলাদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোটের শুশ্রুষা করে ভারতীয় দলে ফিরেছেন তিনি। এখন টিম ম্যানেজমেন্ট চাইলেই তিনি দ্বিতীয় টেস্টে নেমে পড়তে পারবেন। তার আগে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে বুধবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন শ্রেয়স। রাহুল দ্রাবিনের মুখ দেখে মনে হয়েছে যে তিনি নিজের শিষ্যের নেট পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট।
রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছেন যে তিনি ভারতীয় দলে ফিরতে চলেছেন। সরাসরি এই কথা না বললেও রাহুল দ্রাবিড় বলেছেন যে বুধবার দীর্ঘক্ষণ নেটে কোনওরকম অস্বস্তি ছাড়াই ব্যাটিং করেছেন শ্রেয়স। বৃহস্পতিবারও একইভাবে অনুশীলন করবেন ভারতীয় মিডল অর্ডার তারকা। তখনো যদি তুমি সম্পূর্ণ সুস্থ বোধ করেন তাহলে সরাসরি তাকে ফেরানো হবে ভারতের জাতীয় দলে।
কিন্তু কার জায়গায় দলে ফিরবেন শ্রেয়স? এই প্রশ্নের অবশ্য একটা খুব সহজ উত্তর রয়েছে। সূর্যকুমার যাদব প্রথম টেস্টে সুযোগ পেয়ে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি। তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে যতটা সফল, অন্যান্য ফরম্যাটে তার ছায়া মাত্র। তাই শ্রেয়স দলে ফিরলে সূর্যকুমারের জায়গাতেই তিনি সুযোগ পাবেন।