ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ, গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা SBI-র

বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের উদ্দেশ্যে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের (State Bank of India) তরফে বড়সড় ঘোষণা করা হয়েছে। প্রায় দু’মাস পরে আবার ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচির কথা জানানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। বুধবার স্টেট ব্যাঙ্ক একটি বিবৃতি দিয়ে উল্লেখ করেছে, নতুন এই কর্মসূচি অনুযায়ী এফডির উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (বিপিএস) পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে।

ইতিমধ্যেই, এই বর্ধিত সুদের হারের নয়া কর্মসূচি কার্যকর করার বিষয় সম্পর্কিত দিন ধার্য করা হয়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকেই চালু হয়ে যাবে এই নতুন কর্মসূচি। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই কর্মসূচিটি চলবে। নয়া ব্যবস্থায় ৪০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ সুদের হার প্রযোজ্য হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর স্টেট ব্যাঙ্কএর পক্ষ থেকে নির্বাচিত কিছু স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়ে দেওয়া হয়। এবার দু’মাস যেতে না যেতেই ফের এফডি তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির সংস্থা ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে স্টেট ব্যাঙ্কের এই নয়া কর্মসূচি যথেষ্টই ‘তাৎপর্যপূর্ণ’ ।

STATE BANK OF INDIA

বাংলা বাহুল্য, গৌতম আদানি সংস্থা কে নিয়ে যখন তুঙ্গে উঠেছে বিতর্ক, ঠিক তখনই চলতি মাসের গোড়ায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই। ফলে, একদিকে অর্থমন্ত্রীর আশ্বাসবাণী আর অন্যদিকে সুদের হার বৃদ্ধি নিয়ে নয়া কর্মসূচি, এই দুটোই যে এসবিআই গ্রাহকদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর