মেয়ের নামকরণের আবদার রেখেছিলেন মা, মুখ্যমন্ত্রী শখ করে নাম দিলেন ‘সবুজশ্রী’

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। সেইমত সভা-জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে পঞ্চায়েত জয়ের প্রস্তুতি। বুধবার বিকেলে মেদিনীপুরে (Medinipur) জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেলে নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মেদিনীপুর কলেজ মাঠে নামেন মমতা। এরপরেই সেখানের সাধারণ মানুষের সাথে কথা-বার্তায় মেতে ওঠেন তৃণমূল সুপ্রিমো।

সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন এলাকার সাধারণ মানুষেরা। সেখানে একে একে সকলের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী, শুধু তাই নয়, সমস্যা সমাধানের আশ্বাসও দেন তাদের। এলাকারই এক লটারি বিক্রেতা মমতার কাছে আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ জানান। তাকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

সেখানেই এক সদ্যোজাত শিশুকে দেখে তাকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। এরপর সেই শিশুর মা হঠাৎই মুখ্যমন্ত্রীকে শিশুর নামকরণের আবদার জানান। জনতার আবদার, তা কী আর ফেরানো যায়! বাচ্চাটিকে কোলে নিয়েই শখ করে মুখ্যমন্ত্রী নাম দেন সবুজশ্রী৷ আনন্দিত শিশুর মা। এদিন বেশ কয়েক স্কুল পড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করে তারা সব রকম সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা সেই নিয়ে কথা বলেন।

mamata

প্রসঙ্গত, ভোটপূর্বে জেলা সফরে বেড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। আজ বৃহস্পতিবার মেদিনীপুর জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে বেরিয়ে রওনা দেবেন পুরুলিয়ার উদ্দেশে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর তিন দিনের এই সফরে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর