আমরা মন্দিরের ঘন্টা, যে পারে এসে বাজিয়ে দিয়ে চলে যায়: কৌশানি

বাংলাহান্ট ডেস্ক: প্রথমে নায়িকা, তারপর রাজনীতিবিদ, আর এবার আরো এক নতুন অবতারে দেখা যেতে চলেছে কৌশানি মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee)। এবারে তিনি প্রযোজক। প্রেমিক বনি সেনগুপ্তর সঙ্গে হাত মিলিয়ে একত্রে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সেই সংস্থারই প্রথম ছবি ডাল বাটি চুরমা। অভিনেত্রী থেকে এক লাফে প্রোমোশন কৌশানির।

নিজের প্রযোজনায় প্রথম ছবি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন কৌশানি। এতদিন সকলে তাঁকে অভিনেত্রী এবং রাজনীতিবিদ হিসাবে দেখেছেন। এবার দেখবেন প্রযোজক হিসেবে। টলিউডে পুরুষ প্রযোজকদের ভিড়ে কৌশানি অবশ্যই আলাদা করে নজর কাড়ছেন। সাক্ষাৎকারে তিনি জানান, টাকা পয়সার ব্যাপারে খুব বেশি গভীরে ঢোকেননি তিনি। তবে তাঁদের বাড়ির নিয়ম বাড়ির লক্ষ্মীই টাকা তুলে দেবেন হাতে। তাই চেক সবাইকে তিনিই দিয়েছেন।

piya kousani tmc pc join 2

ইন্ডাস্ট্রিতে অনেক সময়েই অভিযোগ ওঠে, নায়কদের তুলনায় নায়িকারা পারিশ্রমিক কম পান। কৌশানি নিজেও এহেন বৈষম্যের শিকার হয়েছেন। তিনি জানান, অনেক সময় এমনও হয়েছে, নায়কের থেকে তাঁর কাজ, পরিশ্রম বেশি ছিল। কিন্তু দিনের শেষে নায়কই বেশি পারিশ্রমিক পেয়েছে। এমনটা বনির সঙ্গে কাজ করতে গিয়েও হয়েছে।

তবে কৌশানি বলেন, এক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীরা বলে কিছু করতে পারবেন না। নিজের প্রযোজনা সংস্থায় এদিকটাই তিনি বিশেষ খেয়াল রাখবেন, যাতে সকলে নিজের প্রাপ্য পারিশ্রমিকটুকু পায়, মন্তব্য কৌশানির। কথায় কথায় উঠে আসে দর্শকদের পছন্দ অপছন্দ এবং ট্রোলিংয়ের বিষয়টাও।

নিজের প্রথম প্রযোজিত ছবি। অন্যান্য ছবিগুলির তুলনায় নিঃসন্দেহে বেশি স্পেশ্যাল কৌশানির কাছে। সেই সঙ্গে একটু ভয়েও আছেন তিনি দর্শকদের কেমন লাগবে না লাগবে ভেবে। তবে ট্রোলিংয়ের ব্যাপারে কৌশানি বিশেষ মাথা ঘামাতে রাজি নন। তাঁর কথায়, ব্যাপারটা এমন হয়ে গিয়েছে, পাবলিক ফিগার মানেই যে যা খুশি বলতে পারে। তাঁরা যেন মন্দিরের ঘন্টার মতো, যে পারে এসে বাজিয়ে দিয়ে চলে যায়। ট্রোল, কটাক্ষে এখন আর কিছু যায় আসে না তাঁর, স্পষ্ট জানিয়ে দিয়েছেন কৌশানি।

Niranjana Nag

সম্পর্কিত খবর