শাসক দলের কাউন্সিলরের নেতৃত্বে বেধকর মারধর! হাসপাতালে মৃত্যুর কাছে হার মানল জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ ৭ দিন পর সমস্ত লড়াইয়ের অবসান। তামিলনাড়ুতে (Tamil Nadu) শাসক দলের কাউন্সিলরের, Councilor) নেতৃত্বে জড়ো হওয়া জনতার দ্বারা আক্রান্ত হয়েছিলেন একজন ভারতীয় সেনা (Indian Soldier)। প্রায় এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সেই জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

কী জানা যাচ্ছে? মৃত সেনার নাম প্রভু। ৩৩ বছর বয়সী ওই সেনা জম্মু ও কাশ্মীরেও কাজ করেছেন। অভিযোগ, দিন কয়েক আগে কৃষ্ণগিরি জেলার একটি পাবলিক ট্যাঙ্কে কাপড় ধোয়া নিয়ে বিতর্কের মধ্যে জড়ান প্রভু। এরপর ডিএমকে কাউন্সিলর, চিন্নাসামি এবং অন্য আটজন সেনাকে বেধড়ক মারধর করেন।

সূত্রের খবর, গত ৮ ফেব্রুয়ারি কাপড় ধোয়া নিয়ে ঝামেলার পর, রাতে ওই চিন্নাস্বামীর নেতৃত্বে মোট নয়জন প্রভু এবং তাঁর ভাই প্রভাকরণের উপর আক্রমণ করে । আশঙ্কাজনক অবস্থায় প্রভুকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসা চলছিল, তবে শেষ রক্ষা হল না। অন্যদিকে এই লজ্জাজনক ঘটনায় বিরোধীদল এআইএডিএমকের বিরুদ্ধে তীব্র বিরোধিতায় সরব হয়েছে।

army

সেনা মৃত্যুর ঘটনায় এআইএডিএমএর মুখপাত্র কোভাই সাথিয়ান বলেন, “সেনা সদস্যের হত্যা দেখায় যে যখনই ডিএমকে ক্ষমতায় থাকে তখনই আইনশৃঙ্খলার সঙ্গে মারাত্মকভাবে আপস করে। একজন সেনা সদস্যকে হত্যার পর্যায়ে চলে গিয়েছে। পুলিশকে শুধুমাত্র এআইএডিএমকে এবং অন্যান্য বিরোধীদের বিরুদ্ধে প্রতিহিংসার জন্য ব্যবহার করা হয়।”

জানা গিয়েছে হত্যা মামলা হিসাবেই পুলিশ মামলাটিকে উল্লেখ করেছে। পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই চিন্নাস্বামীর ছেলে রাজাপান্ডি-সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত পলাতক সেই অভিযুক্ত ডিএমকে কাউন্সিলর। অভিযুক্তর খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর