দিল্লি টেস্টে অনন্য মাইলফলক স্পর্শ করবেন পূজারা! তার আগে দ্রাবিড় দিলেন মূল্যবান পরামর্শ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) কাল যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে, তখন একটি অভিনব ক্লাবে প্রবেশ করবেন ভারতের তারকা টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তিনি ভারতের ক্রিকেট ইতিহাসে ১৩ তম ক্রিকেটার হিসাবে ১০০ টেস্ট খেলার বিরল গৌরব অর্জন করবেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন পূজারা। এক নজরে দেখে নেওয়া যাক আজ পর্যন্ত কোন কোন ক্রিকেটার ভারতের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছেন।

১. সচিন টেন্ডুলকার (২০০)
২. রাহুল দ্রাবিড় (১৬৩)
৩. ভিভিএস লক্ষ্মণ (১৩৪)
৪. অনিল কুম্বলে (১৩২)
৫. কপিল দেব (১৩১)
৬. সুনীল গাভাস্কার (১২৫)
৭. দিলীপ বেঙ্গসরকার (১১৬)
৮. সৌরভ গাঙ্গুলী (১১৩)
৯. বিরাট কোহলি (১০৫)
১০. ইশান্ত শর্মা (১০৫)
১১. হরভজন সিং (১০৩)
১২. বীরেন্দ্র সেওবাগ (১০৩)

pujara b

এছাড়া চেতেশ্বর পূজারা এই টেস্টে ছাড়িয়ে যেতে পারেন স্টিভ স্মিথকেও। নিজের টেস্ট অভিষেকের পর থেকে এই মুহূর্তে অবসর না নেওয়া ক্রিকেটারদের মধ্যে যারা টেস্টে সবচেয়ে বেশি বল খেলেছেন সেই তালিকায় ৩ নম্বরে রয়েছেন পূজারা। তার সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। এই টেস্টে মোটামুটি ২০০ বলের বেশি ব্যাটিং করতে পারলেই পূজারা, স্মিথকে টপকে যেতে পারেন। যদিও তার জন্য ভারতীয় বোলারদের স্মিথকে তাড়াতাড়ি রুখে দিতে হবে।

পূজারার অভিষেকের পর সবচেয়ে বেশি বল খেলা টেস্ট ব্যাটারদের তালিকা:

১. জো রুট: ম্যাচ- ১২৭, বল- ১৯০৮২
২. স্টিভ স্মিথ: ম্যাচ- ৯১, বল- ১৫,৯২৭
৩. চেতেশ্বর পূজারা: ম্যাচ- ৯৯, বল- ১৫,৭৯৭
৪. কেন উইলিয়ামসন: ম্যাচ- ৯০, বল- ১৪,৯৭১
৫. বিরাট কোহলি: ম্যাচ- ১০৫, বল- ১৪,৬৫৪

এই গুরুত্বপূর্ণ ও নিজের কাছে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের আগে চেতেশ্বর পূজারাকে দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হয়েছিলেন এই সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে যাতে তেমনটা না হয় সেই ব্যাপারেই হয়তো প্রধান কোচের সঙ্গে আলোচনা করছিলেন ভারতের সেকেন্ড ওয়াল।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর