শিবরাত্রিতে নিরামিষ, বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর সভার টিফিন থেকে বাতিল ‘ডিম’

বাংলা হান্ট ডেস্কঃ ডিমের সঙ্গের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যোগ সেই ক্ষমতায় আসার পর থেকেই। দলের বিভিন্ন সভা, –সমাবেশ থেকে শুরু করে মিছিল-মিটিং, ‘ডিম–ভাত’ ইজ মাস্ট। শুধুই কী তাই, মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে শুরু হয়েছে ‘‌মা ক্যান্টিন’‌। যেখানে পথ চলতি নাগরিকরা সারাবছর সস্তায় ডিম–ভাত খেতে পারেন তাও আবার মাত্র পাঁচ টাকায়। তবে সেই ডিমই বাদ পড়ল খোদ মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বাঁকুড়া (Bankura) সভার টিফিনের (Tiffin) তালিকা থেকে।

যেখানে বিরোধীদের সমালোচনায় বার বার উঠে আসে তৃণমূলের এই ডিম ভাত প্রসঙ্গ, সেখানে শুক্রবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় ডিম পাতে পড়বেনা আগন্তুকদের। কিন্তু কেন বাদ পড়ল ডিম? কিবা দোষ করল সে! জানা গিয়েছে, যেহেতু আগামীকাল শিবরাত্রি তাই ঠিক তার আগের দিন অনেক মহিলাই নিরামিষ খান। টিফিনে ডিম, কেক, কলা দেওয়ার জন্য তারা অনেকেই সভায় যেতে চাইছিলেন না। সেই খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই হল সুরাহা। বাদ পড়ল ডিম, বদলে গেল ‘মেনু’।

জানা গিয়েছে, ডিম, কেকের বদলে মেনুতে ঠাঁই হয়েছে লুচি-তরকারি, বিস্কুট, প্যাটিস, ঝুরিভাজার মতো নিরামিষ পদের। মহিলাদের শিবরাত্রির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল রাজ্যসরকার। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। বর্তমানে জঙ্গলমহল সফরে রয়েছেন তিনি। শুক্রবার বাঁকুড়ার বলরামপুরের সভা করবেন নেত্রী।

mamata

জানা গিয়েছে, সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তৃণমূল সুপ্রিমো। সাথেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গোটা জেলা থেকে অন্তত ৪০ হাজার উপভোক্তাকে নিয়ে আসার কথা প্রশাসনের। সেই সকল উপভোক্তাদের জন্যই টিফিনের ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন।

শেষ মুহূর্তে গিয়ে টিফিনের মেনু বদল প্রসঙ্গে জেলার এক বিডিও সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা টিফিনে ডিম, কলা, কেক রেখেছিলাম। এখন ডিম, কেক বাদ দিয়ে ঝুরিভাজা, কলা, মিষ্টি দিচ্ছি। সাথে লুচি ও বাঁধাকপির তরকারিও থাকবে।’‌

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর