নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত আরও এক! বাগদার রঞ্জনকে গ্রেফতার করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার রহস্যভেদ করতে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সিবিআই-র (CBI) হাতে গ্রেফতার আরও এক। বাগদার বাসিন্দা রঞ্জন (Ranjan Mondal) ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার (Arrest) করল সিবিআই। প্রসঙ্গত, বহুদিন থেকেই দুর্নীতি মামলায় ঘুরপাক খাচ্ছে রঞ্জনের নাম। সম্প্রতি তার বাড়িতেও হানা দেন তদন্তকারী আধিকারিকরা। অবশেষে এদিন গ্রেফতার রঞ্জন মণ্ডল।

জানা গিয়েছে, শুক্রবার দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠায়। এরপরই তার বিরুদ্ধে তদন্তে অসযোগিতার অভিযোগ ওঠে। সিবিআইয়ের দাবি এদিন জিজ্ঞাসাবাদের সময় বারংবার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন চন্দন। অবশেষে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন তারা।

ঠিক কী অভিযোগ রয়েছে রঞ্জনের বিরুদ্ধে? সিবিআই সূত্রে অভিযোগ রঞ্জন উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বিভিন্ন জেলা ছেলে-মেয়েদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বহু টাকা তুলেছে। প্রাথমিক শিক্ষক, কখনও বা গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার দুর্নীতির হাত আছে বলেই অভিযোগ। পাশাপাশি প্রভাবশালীদের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল বলেও দাবি সিবিআই এর।

উল্লেখ্য, এই রঞ্জনের নাম প্রথম সামনে আনেন সনামধন্য প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি, নিজের দৃঢ় সাহস ও বীরত্বের সাথে কর্মজীবনে কাজের জন্য দেশজুড়ে খ্যাত উপেনবাবু। রঞ্জন প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘রঞ্জন বস্তা ভর্তি করে টাকা নিয়ে গাড়িতে তুলে কলকাতায় দিয়ে আসত। কার বাড়িতে দিয়ে আসত তা তো তদন্ত করতে হবে। কিন্তু কলকাতায় টাকা আসত এটা নিশ্চিত।’

cbi

প্রাক্তন সিবিআই অফিসারের এই অভিযোগের পরই শোরগোল পরে যায় সর্বত্র। তবে এই অভিযোগ খারিজ করে রঞ্জন অবশ্য পাল্টা বলেন, “যেহেতু উপেনবাবু একসময়ে বাগদার তৃণমূল বিধায়ক ছিলেন। সেই সিনোয় ভোটে সাহায্য করেননি বলে উপেন বিশ্বাস শুধুমাত্র ফাঁসানোর জন্যই তার নাম তুলেছেন। অন্যদিকে, রঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়েও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। সেগুলিরও তদন্ত করছে সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর