নিজের লক্ষ্য পূরণ হয়নি, তাই উইকেট নেওয়ার পর শামির কান মূলে দিলেন অশ্বিন!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ প্রথম দিনের খেলার শেষে দিল্লিতে ভারত একটু হলেও এগিয়ে রয়েছে এমনটা বলাই যায়। বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় ম্যাচে টসে যেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া ২৬৩ রান তুলেছিল। জবাবে দিনের শেষের দিকে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনারদ্বয় ৯ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২১ রান তুলেছে।

আজ ভারতের জন্য সেরা বোলার প্রমাণিত হয়েছেন মহম্মদ শামি (Md. Shami)। আজ অস্ট্রেলিয়া যে দুটি সবচেয়ে বড় পার্টনারশিপ গড়ে তুলেছিল নিজেদের ইনিংসে, সেই দুটিকেই ভেঙেছিলেন এই তারকা পেসার। সেই সঙ্গে টেল-এন্ডারদেরও বেশিক্ষণ দাঁড়াতে দেননি তিনি। আজ ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনিই (৪/৬০)।

আজ যখন শামি নিজের তৃতীয় উইকেট হিসেবে অস্ট্রেলিয়ার অফ-স্পিনার ন‍্যাথান লিয়নকে বোল্ড করেন তখন একটি মজার ব্যাপার ঘটে। দুটি বাউন্ডারি মেরে নেওয়া লিয়নকে দেখে মনে হচ্ছিল তিনি অপরাজিত পিটার হ্যান্ডসকম্বের সাথে একটি বড় পার্টনারশিপ করতে পারবেন। তার ব্যাটিং দেখে ভরসা করে তাকে স্ট্রাইকও দিচ্ছিলেন হ্যান্ডসকম্ব।

এই সময়ই ৭৪ ওভারের পুরনো বলকে রিভার্স সুইং করিয়ে লিয়নকে বোল্ড করেন শামি। এই সময়েই ঘটে সেই মজার ঘটনাটি। লিয়নকে বোল্ড করার পরেই ভারতীয় দল যখন সেলিব্রেশনে ব্যস্ত তখন শামির পেছনে এসে উপস্থিত হন অশ্বিন। বেশ জোড়ের সাথে তিনি শামির কান মূলে দেন।

এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে মজা করে বলছেন যে শামি ওই উইকেটটি নেওয়া মাত্র অশ্বিনের ম্যাচে ৫ উইকেট নেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। তাই তিনি শামির কান ধরে টেনেছেন। আসলে গোটা ঘটনাটাই ঘটেছে মজার ছলে। প্রসঙ্গত স্টিভ স্মিথ ও লাবুশানের উইকেট সহ ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন অশ্বিন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর