কলকাতায় পা রাখবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর খবর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার কল্লোলিনি তিলোত্তমার বুকে দেখা যেতে পারে আরও এক বিশ্বকাপ জয়ীকে! তবে এই নিয়ে ফুটবল ছেড়ে বহু বছর কাটানো কোন ব্যক্তি নন। বিশ্বকাপ জিতেছেন তারপর অতিক্রান্ত হয়নি চারটে মাসও। এখানে বলা হচ্ছে আর্জেন্টাইন (Argentina) গোলরক্ষক এমি মার্টিনেজের (Emi Martinez) কথা, যিনি মাঠে নিজের পারফরম‍্যান্স এবং আচরণ দুই দিক দিয়েই নজর খেলেছিলেন কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)।

জানা যাচ্ছে স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের উদ্যোগে আর্জেন্টাইন গোলরক্ষক পা রাখতে পারেন কলকাতার মাটিতে। গত নভেম্বরে তিনি বিশ্বজয়ী ব্রাজিলিয়ান কাফুকে কলকাতায় এনেছিলেন। এবার যদি তিনি শেষ পর্যন্ত সত্যিই আর্জেন্টাইন বিশ্বজয়ী গোলরক্ষককে কলকাতা এসে উপস্থিত করাতে পারেন তাহলে সেটা বিশাল বড় ব্যাপার হবে।

emi messi

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে দলকে বাঁচিয়ে নায়ক হয়েছিলেন সমর্থকদের আদরের দিবু। এর আগে ২০২১ সালে অসাধারণ পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিততে সাহায্য করেছিলেন। বিশ্বকাপ ও কোপা আমেরিকা, দুই জায়গাতেই সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন তিনি।

এছাড়া ক্লাব ফুটবলে তিনি আর্সেনাল, গেটাফে, উলভারহ্যাম্পটনের মতো বড় ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি ইপিএলের ক্লাব অ্যাস্টন ভিলার অংশ। ক্লাব ফুটবলে খুব একটা সফল না হতে পারলেও তিনি যে পারফরম্যান্স করে দিয়েছেন তাতে ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে। শতদ্রু বাবু জানিয়েছেন যে ইউরোপিয়ান ফুটবলের অফ সিজনে অর্থাৎ মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুর দিকে তাকে কলকাতায় আনার চেষ্টা করা হবে।

আর্জেন্টাইন ভক্তদের কাছে যতটা প্রিয় মার্টিনেজ, বিপক্ষ দলের ভক্তদের কাছ থেকে ততটাই ঘৃণা উপহার পান তিনি। বারবার নিজের আচরণের কারণে শিরোনামে এসেছেন তিনি। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার স্বরূপ গোল্ডেন গ্লাভস জিতে ফরাসি সমর্থক যারা তাকে নিয়ে বিদ্রুপ করেছিল তাদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন মার্টিনেজ। এছাড়া আর্জেন্টিনার মাটিতে বাসপারেট চলার সময় ভক্তদের ছুঁড়ে মারা এমবাপ্পের পুতুল হাতে নিয়েও অভদ্র ইঙ্গিত করেছিলেন তিনি। যদিও পরবর্তীতে জানিয়েছেন যে তিনি এমবাপ্পে কে যথেষ্ট সম্মান করেন এবং মনে করেন মেসি পরবর্তী জমানায় এমবাপ্পেই বিশ্বের সেরা ফুটবলার হতে চলেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর