DA ইস্যুতে আন্দোলনকারীদের সমর্থন কেন্দ্রীয় সরকারি কর্মীদের, আরও কোণঠাসা মমতা সরকার

বাংলাহান্ট ডেস্ক : ডিএ (Dearness Allowance) ইস্যুতে তোলপাড় চলছে বাংলায়। রাজ্য বাজেটে সামান্য মহার্ঘ ভাতার কথা ঘোষণা করা হলেও আন্দোলনের আজ কমাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা। এবার সেই রাজ্য সরকারি কর্মচারীদের (State Government employees) পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও (Central Government employees)। প্রথম থেকেই অবশ্য রাজ্য সরকারের কর্মচারীদের দাবি ছিল তাদের কেউ কেন্দ্রের মতো করেই ৩৮ শতাংশ ডিএ দিতে হবে।

কিন্তু, রাজ্য সরকার তাতে সায় না দেওয়ায় আসন্ন সপ্তাহে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা করেছেন রাজ্য সরাকরি কর্মচারীরা। জানা গিয়েছে, রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়ানোর জন্য এবার রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও আসন্ন কর্মবিরতিকে সমর্থন জানাবেন। আগামী ২১ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করতে পারেন পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মীরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, বাম সমর্থিত সরকারি কর্মীদের সংগঠন ১২ জুলাই কমিটি ২৭ দফা দাবি নিয়ে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল। সেই মিছিলে এরাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও হাজির ছিলেন। সূত্রের খবর, ডিএ আন্দোলনকারীরা আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সব সরকারি অফিসগুলিতে সম্পূর্ণভাবে ‘পেন ডাউন’ করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

DA protest

দাবি অনুযায়ী ডিএ না বৃদ্ধি করলে লাগাতার আন্দোলন যে চলবে তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। অবশ্য বেশ কিছুকাল ধরেই আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, বকেয়া টাকা না পেলে রাজ্যকে অচল করে দেওয়া হবে। কোনও কাজ তাঁরা করবেন না। লাগাতার আন্দোলন করবেন। এমনকী পঞ্চায়েত নির্বাচনের কোনও কাজে তাঁরা অংশ নেবেন না বলেও নবান্নে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন তারা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর