ইডেনে লজ্জার হার মনোজদের! আরও একবার ফাইনালে বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘরের মাঠে রঞ্জি ফাইনালে লজ্জার হার বাংলার। আজ ম্যাচের চতুর্থ দিনে সকলে আশা করেছিলেন জীবন পণ করে লড়াই করবেন শাহবাজ আহমেদ ও মনোজ তিওয়ারী। কিন্তু তেমন কিছুই হলো না। গতকালের স্কোরের সাথে ২৫ রান যোগ করার পরেই রান আউট হন শাহবাজ। তারপরে আর কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলা।

অধিনায়ক মনোজ তিওয়ারি ৬৮ রান করে সৌরাষ্ট্র অধিনায়ক উনদকাটের শিকার হন। অভিষেক পোড়েলও কোনও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হন। একসময় বাংলার ইনিংসে হারও নিশ্চিত বলেই মনে হচ্ছিলো। কিন্তু ঈশান ও মুকেশ আগ্রাসী ব্যাটিং করে সেই লজ্জার হাত থেকে রক্ষা করে দলকে।

২৪১ রানে অলআউট হয় বাংলা। সৌরাষ্ট্রের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। ১ উইকেট খোয়ালেও সেই রান তুলতে অসুবিধা হয়নি বিশ্বরাজ জাদেজাদের। মাত্র ৩ বছরের ব্যবধানে দু বার রঞ্জি ফাইনালে বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হলো সৌরাষ্ট্র।

অর্পিত ভাসাভডা, চেতন সাকারিয়ারা টসে জেতার সম্পূর্ণ সুবিধা নেন। সামনে থেকে নেতৃত্ব দেন তাদের অধিনায়ক জয়দেব উনদকাট। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন দলের বাকি বোলাররা। প্রথম ইনিংসে সৌরাষ্ট্রের প্রধান ব্যাটারদের পাশাপাশি লোয়ার অর্ডার গুরুত্বপূর্ণ রান যোগ করেছিল যা বাংলার জয়ের স্বপ্ন ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

মনোজ তিওয়ারি ম্যাচের আগে বলেছিলেন যে ঘরের মাঠে বাংলাই এগিয়ে। কিন্তু গোটা ম্যাচে তেমনটা একেবারেই মনে হয়নি। বাংলার পেস আক্রমণ ফাইনাল ম্যাচে চূড়ান্ত ফ্লপ। উইকেট পেলেও চূড়ান্ত অনিয়ন্ত্রিত বোলিং করেন তারা। দুই ইনিংসেই বেশ কিছু ব্যাটার উইকেট উপহার দিয়ে এসেছেন। এইবারের ফাইনালটি ছিল বাংলার খেলা ১৬ তম ফাইনাল। কিন্তু কেবল দুবার এই ট্রফি ঘরে তুলতে পেরেছে তারা। লক্ষ্যপূরণের শেষ ধাপ বরাবরই যেন বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বাংলার সামনে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর