বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তান (Pakistan) শুধু অর্থনৈতিক সঙ্কটের জন্যই শিরোনামে নেই। আরও একাধিক কারণেই শিরোনামে রয়েছে জিন্নার দেশ। বিবাহ নিয়ে আমাদের সমাজে একটি ধারণা রয়েছে। এটি সাত জন্মের বন্ধন। সমাজের প্রবীণরা বলে থাকেন, খুব কোনও সমস্যা না এলে বিবাহের এই বন্ধন টিকিয়ে রাখা উচিত। কিন্তু এমনও অনেক মানুষ রয়েছেন যাঁদের বিয়ে পাগল বলা হয়।
পাকিস্তানে এমন এক মানুষের কথা সামনে এসেছে, যিনি বিয়ে করেন শুধুমাত্র বিবাহবিচ্ছেদ করার জন্য। অদ্ভুত শোনালেও এমন কাজ সত্যিই করছেন ৬০ বছর বয়স্ক এই প্রবীণ। তাঁর বিয়ে করার এতই ‘সখ’ যে তিনি এখন নাতনির বয়সি মেয়েদেরও বিয়ে করছেন। এমনই অদ্ভুত কাজ করে চলেছেন ৬০ বছরের এই বৃদ্ধ।
Pakistan में ये चिचाजान 26 शादियाँ करके 22 लड़कियों को तलाक़ दे चुका है…कह रहा है कि ये मेरा शौंक है…100 शादियाँ करूँगा…सबको तलाक़ दूँगा… pic.twitter.com/YHPk09PXRa
— Jyot Jeet (@activistjyot) February 17, 2023
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ১০০টি বিয়ে না করা পর্যন্ত থামবেন না। শুধু তাই নয়, এই বিয়েগুলি থেকে শুধুমাত্র সন্তানের জন্ম দেওয়াই লক্ষ্য তাঁর। এমন কাজ তিনি করেও চলেছেন। যখনই তাঁর কোনও স্ত্রী সন্তানের জন্ম দেন, তাঁর সঙ্গে বিচ্ছেদ করে নেন এই বৃদ্ধ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁর ভিডিও ভাইরাল হয়েছে।
তাতে দেখা যাচ্ছে, ৬০ বছরের এই বৃদ্ধ তাঁর যুবতী স্ত্রীদের সঙ্গে বসে রয়েছেন। এই মুহূর্তে তাঁর ৪ জন স্ত্রী রয়েছেন। তাঁদের বয়স ১৯ থেকে ২০ বছরের বেশি নয়। খুবই গর্বের সঙ্গে বৃদ্ধ জানালেন, সন্তানের জন্ম দিলেই স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদ করবেন তিনি। এমনকী মেয়ের বাবা-মাকেও এই শর্ত দিয়ে রেখেছেন তিনি। শুধুমাত্র বিচ্ছেদ করতেই বিয়ে করেন এই বৃদ্ধ।
জানা গিয়েছে, ৬০ বছর বয়সে তিনি ২৬টি বিয়ে করেছেন। একইসঙ্গে ২২ জনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। পাশাপাশি, ২২ জন সন্তানও রয়েছে তাঁর। তারা তাদের মায়েদের সঙ্গেই থাকেন। বাকি জীবনে ১০০টি বিয়ে করে ১০০টি বিচ্ছেদ করাই লক্ষ্য এই ব্যক্তির। তিনি জানিয়েছেন, বিচ্ছেদের পর স্ত্রীদের বসতবাড়ি ও থাকার খরচ দিয়েছেন। বিয়ে করে সন্তানের জন্ম দেওয়া নাকি তাঁর ‘সখ’। এমনই জানিয়েছেন ওই বৃদ্ধ।