বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতির (Recruitment scam) মামলার শুনানি চলছে হাইকোর্টের (Highcourt) একাধিক বিচারপতির এজলাসে। সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একাধিক মামলায় উঠে আসছে বিভিন্ন বিচারপতিদের মন্তব্য ও পর্যবেক্ষণ। বিচারপতিদের এ সকল মন্তব্য কোর্টের বাইরে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেমনই বুধবার একটি শুনানির বক্তব্যে বিচারপতি (Justice) বিশ্বজিৎ বসু (Biswajit Basu) টেনে আনলেন দস্যু রত্নাকর বাল্মীকির প্রসঙ্গ।
বিচারপতি বিশ্বজিৎ বসু কিছুদিন আগেই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রত্নাকর থেকে বাল্মিকী হয়ে ওঠার পরামর্শ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি বসু কমিশনকে উদ্দেশ্য করে বলেন, এখন বাল্মিকী আপনি, দেখবেন ফের যেন রত্নাকর হয়ে যাবেন না। উল্লেখ্য ৯৫২ জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করে নবম দশম শ্রেণীর শিক্ষক পদে অসাধু উপায় চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল।
সেই মামলায় আদালত বরখাস্ত করার নির্দেশ দেয় ৮০৫ জনকে। সেইমতো শুরু হয়েছে সুপারিশপত্র বাতিলের কাজ। অন্যদিকে অভিযুক্ত শিক্ষকরা ডিভিশন বেঞ্চে ছুটেছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে। যদিও ডিভিশন বেঞ্চ এখনও পর্যন্ত কোন নির্দেশ দেয়নি এই ব্যাপারে। বুধবার বিচারপতি বসু কমিশনকে ৯৫২ জনে নিয়োগ সংক্রান্ত মামলায় বাল্মিকী হয়ে ওঠার পরামর্শ দেন।
বিচারপতি বলেন, “দস্যু রত্নাকর বাল্মিকী হয়েছিলেন, কিন্তু বাল্মিকী যদি রত্নাকর হয় তাহলে বিপদ।” বিচারপতি কমিশনকে উদ্দেশ্য করে আরো বলেন, “একবার রত্নাকর থেকে যে বাল্মিকী হবে সে আর রত্নাকর রূপে ফেরত যাবে না”। কমিশনের পাশাপাশি ‘অযোগ্য’ শিক্ষকদের উদ্দেশ্যে মন্তব্য করেন, ‘এই দুর্নীতিতে আপনাদের ভূমিকা ঠিক কী, সেটা ভেবে দেখুন। আগামী ১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।’