ভরা অনুষ্ঠানে সোনু নিগমের ওপর হামলা! ক্ষোভ উগরে দিলেন মিকা সিং

বাংলাহান্ট ডেস্ক : সেলফি তুলতে না দেওয়ায় বিপত্তি। মঞ্চ থেকে ঠেলে ফেলে দেওয়া হল জনপ্রিয় গায়ক সোনু নিগমকে (Sonu Nigam)। এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশজুড়ে। ইন্ডিয়ান সিংগার ‘স রাইটস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তাতে সই করেছেন শান ব্যানার্জি থেকে শুরু করে মিকা সিং সহ বহু সংগীতশিল্পী।

সোমবার চেম্বুরের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। অভিযোগ, গায়কের ম্যানেজারের সঙ্গে অভব্য আচরণ করেন স্থানীয় বিধায়ক প্রকাশ ফতরপেকরের ছেলে স্বপ্নীল। এমনকি মঞ্চ থেকে নামার সময় তাঁকে ফেলে দেন বিধায়কের ছেলে।

sonu nigam

ঘটনার সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন সোনু নিগমের নিরাপত্তারক্ষী। অভিযোগ, তাকেও ধাক্কাধাক্কি করা হয়। এরপরেই চেম্বুর থানায় স্বপ্নীলের বিরুদ্ধে দায়ের করা হয় লিখিত অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে ছেলের হয়ে ড্যামেজ কন্ট্রোলে নামেন বিধায়ক প্রকাশ ফতরপেকর।

 

এবার এ বিষয়ে মুখ খুললেন মিকা সিং। সংগীতশিল্পী বলেন, ‘শুনে আমার খুবই খারাপ লাগছে। মুম্বাই সবচেয়ে নিরাপদ জায়গা অথচ সেখানে গিয়েই আক্রান্ত হতে হল সোনু নিগমকে। উত্তর ভারতের যেকোনো জায়গায় যদি আমি শো করতে যাই সে ক্ষেত্রে আমি ১০ জন করে নিরাপত্তারক্ষী রাখি। কিন্তু মুম্বাইতে আমার কোনও নিরাপত্তা রক্ষী থাকে না। আর সেখানে গিয়েই কি না আক্রান্ত হতে হলো সোনু নিগমকে’।

কেবলমাত্র মিকা সিং নন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিখ্যাত সংগীতশিল্পী শান ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এগুলো কি হচ্ছে… তাও আবার অন্য কোথাও নয় মুম্বাইতে। যে ঘটনা ঘটেছে তাতে আমি আতঙ্কিত নই বরং ভীষণ বিরক্ত। মুম্বাইয়ের আইন-শৃঙ্খলার জন্য সুনাম রয়েছে সর্বত্র। অথচ সেখানে গিয়ে কিনা জঘন্য অভিজ্ঞতা হল সংগীতশিল্পী সোনু নিগমের। আমি আশা করছি প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে’।

additiya

সম্পর্কিত খবর