বাংলাহান্ট ডেস্ক: চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনেতা অভিনেত্রীদের (Actress)। নিজের থেকে অনেক বেশি বয়স বা কম বয়সের চরিত্রেও অভিনয় করতে হয়। তবে ইদানিং দেখা যাচ্ছে তরুণী অভিনেত্রীরা বৃদ্ধার ভূমিকায় অভিনয় করছেন। আর এই ট্রেন্ড শুধু যে বড়পর্দাতেই সীমাবদ্ধ এমনটা কিন্তু নয়। ছোটপর্দাতেও এমন উদাহরণ রয়েছে।
এক্ষেত্রে প্রস্থেটিক মেকআপ দিয়ে আনা হচ্ছে বৃদ্ধ বয়সের লুক। সাম্প্রতিক উদাহরণ হিসেবে বলা যায় আসন্ন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) চরিত্র ইন্দুবালা দেবীর বৃদ্ধা বয়সের লুক। কোঁচকানো চামড়া, পাতলা পাকা চুলে টলি নায়িকাকে চেনাই দায়।
কিন্তু ইন্ডাস্ট্রিতে বয়স্থ দাপুটে অভিনেত্রীর কিন্তু অভাব নেই। মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীরা আজো তাঁদের অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন সকলকে। তবুও তাঁদের বাদ দিয়ে এই ধরণের চরিত্রে বেছে নেওয়া হচ্ছে কম বয়সীদেরই। ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রীরা কেমন ভাবে দেখছেন বিষয়টাকে?
সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, নির্মাতাদের ইচ্ছা হয়েছে বলেই একজন তরুণী অভিনেত্রী এই চরিত্রে সুযোগ পেয়েছেন। এক্ষেত্রে তো অন্য কারোর কিছু বলার থাকতে পারে না। অন্যদিকে মাধবী মুখোপাধ্যায়েরও মুখেও শোনা গিয়েছে একই রকম কথা।
তিনিও এতে আপত্তির কিছু দেখছেন না বলেই জানান, তাঁর কথায়, এটা শিল্পীরও ইচ্ছার বিষয়। একজন তরুণী অভিনেত্রী যেমন বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে পারেন, তেমনি একজন কম বয়সী অভিনেতাও বৃদ্ধের ভূমিকায় অভিনয় করতে পারেন। এটা প্রশংসার যোগ্য বলেই মনে করেন মাধবী মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, কল্লোল লাহিড়ীর অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে এবার পর্দায় আনতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। ইতিমধ্যেই অভিনেত্রীর লুক এবং সিরিজের ট্রেলার প্রশংসিত হয়েছে।