‘কাজে বিঘ্ন ঘটেছে, পুরোটাই অপপ্রচার’, হাইকোর্টে তলব প্রসঙ্গে দাবি পর্ষদ সভাপতির

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, শোনা গিয়েছিল মাধ্যমিকের প্রথম দিনেই পর্ষদ সভাপতি (WBBSE President) রামানুজ গঙ্গোপাধ্যায়কে (Ramanuj Ganguly) আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। একদিকে যেখানে রামানুজ গঙ্গোপাধ্যায়ের তলবের খবরে শোরগোল রাজ্যে, অন্যদিকে এই খবর সম্পূর্ণ ‘মিথ্যে’ বলে দাবি করলেন তিনি।

শোনা গিয়েছিল, বৃহস্পতিবার বেলা দু’টোর মধ্যে সশরীরে পর্ষদ সভাপতিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ অনুযায়ী আদালতের নির্দেশ অমান্য করেছেন পর্ষদ সভাপতি, সেই কারণে সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। গতকাল এই খবরই শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে।

হাইকোর্টের তলব অনুযায়ী সশরীরে হাজিরার নির্দেশ থাকলেও রামানুজকে গতকাল আদালত চত্বরে দেখা যায়নি। তার দাবি, এই বিষয়ে কিছুই জানতেন না তিনি। পাশাপাশি রামানুজ জানান, ‘দুপুর থেকে সংবাদমাধ্যমের একাংশের খবরের জেরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমাকে নাকি হাইকোর্টে যেতে বলা হয়েছে। তবে হাইকোর্টের তরফে আমার কাছে এমন কোনও রকম নির্দেশ আসেনি।’

শুধু তাই নয়, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এমন খবর ছড়িয়ে পড়াতে কিছুটা হলেও তার কাজে অসুবিধা হয়েছে বলে জানান পর্ষদ সভাপতি। বলেন, ‘আমার আজ কোথাও যাওয়ার কোনও প্রশ্নই ছিল না। এই খবরে বিভ্রান্ত ছড়িয়েছে। অন্যদিন হলে এতটা সমস্যা হত না। তবে পরীক্ষার শুরুর দিনে এমন খবরে কাজে বিঘ্ন ঘটেছে। পুরোটাই অপপ্রচার।’

ramanuj

পাশাপাশি এদিন মাধ্যমিকের প্রথম পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পরীক্ষার শুরু খুবই ভাল হয়েছে। কড়া নজরদারির মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা ছিল।’ পরীক্ষার জন্য পর্ষদ তরফে যে বিশেষ অ্যাপের ব্যবস্থা করা হয়েছিল তার প্রশংসা করে রামানুজ বলেন, তাদেরকে অ্যাপও খুব ভাল কাজে লেগেছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর